• আজ মালদহে জনসভা মমতার
    আনন্দবাজার | ০৩ ডিসেম্বর ২০২৫
  • আজ, বুধবার মালদহের গাজল কলেজ মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা সফল করতে ইতিমধ্যে জেলা জুড়ে জোরদার প্রচার চালিয়েছে তৃণমূল।

    মঙ্গলবার সভার প্রস্তুতি খতিয়ে দেখেন দলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী-সহ অন্য নেতারা। সভা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জেলা পুলিশের তরফে। রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব এ দিন সভাস্থলপরিদর্শন করেন।

    অন্য দিকে, এ দিন মালদহ শহরে এক অনুষ্ঠানে কলকাতার ব্রিগেড-সভায় ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’-এ জেলার মানুষকে সামিল হওয়ার আহ্বান জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। গীতা পাঠ করতে হবে।”

    কটাক্ষ করে জেলা তৃণমূল সভাপতি বলেন, “শুভেন্দু অশান্তির বিষ ছড়াতে মালদহে আসেন। তাঁর রাজনীতি সম্পর্কে জেলারমানুষ ওয়াকিবহাল।”
  • Link to this news (আনন্দবাজার)