• তিন মাসে ২০৭ সংস্থার বঙ্গ-ত্যাগ
    আনন্দবাজার | ০৩ ডিসেম্বর ২০২৫
  • চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর— এই তিন মাসে পশ্চিমবঙ্গ থেকে পাততাড়ি গুটিয়েছে ২০৭টি সংস্থা। এর মধ্যে স্টক একচেঞ্জ তালিকাভুক্ত সংস্থাও রয়েছে। গত জুলাইয়ে রাজ্যসভায় বিজেপির সাংসদ শমীক ভট্টাচার্যের এই ধাঁচের একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রের কর্পোরেট বিষয়ক মন্ত্রক জানিয়েছিল, ২০১১ সাল থেকে এ বছরের জুলাই পর্যন্ত ৬,৬৮৮টি সংস্থা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গিয়েছিল। মঙ্গলবার শমীকের করা ওই একই প্রশ্নের উত্তরে মন্ত্রক জানিয়েছে, ২০১১ সাল থেকে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৬,৮৯৫টি সংস্থা রাজ্যে ছেড়েছে। যার মধ্যে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত রয়েছে ৪৪৮টি সংস্থা।

    এ নিয়ে শমীক বলেন, ‘‘তিন মাসে দু’শোর বেশি সংস্থার চলে যাওয়া থেকেই স্পষ্ট রাজ্যের শিল্প পরিস্থিতি কোন পর্যায়ে। রাজ্য ছেড়ে কেন এত পরিযায়ী শ্রমিক অন্য রাজ্য কাজের খোঁজে যান, তা এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট।’’ গত জুলাইয়ে মন্ত্রক জানিয়েছিল পশ্চিমবঙ্গ ছেড়ে সবচেয়ে বেশি ১,৩০৮টি সংস্থা মহারাষ্ট্রে চলে গিয়েছে। পাল্টা তৃণমূল সাংসদ বাপি হালদারের প্রশ্নের উত্তরে গত অগস্টে ওই মন্ত্রকই জানায়, গত চোদ্দ বছরে পশ্চিমবঙ্গে নথিভুক্ত বেসরকারি সংস্থা ১.৭ লক্ষ থেকে বেড়ে দাঁড়িয়েছে আড়াই লক্ষে। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিজেপি-র ‘মিথ্যা প্রচারের’ পর্দা ফাঁস হয়েছে সংসদের অধিবেশন কক্ষেই।
  • Link to this news (আনন্দবাজার)