প্রয়োজনে একাই এ বার পথে নামবেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের শীর্ষ নেতাদের যদি অবিলম্বে ইডি-সিবিআই গ্রেফতার না করে, তা হলে নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় সংস্থার দফতরের বাইরেধর্নায় বসবেন বলে আজ হুমকিদিলেন অভিজিৎ।
জাতীয় রাজনীতিতে ‘দিদি-মোদী সেটিং’ রয়েছে বলে বিরোধীদের একাংশেরও অভিযোগ। শমীক ভট্টাচার্য-সুকান্ত মজুমদারের মতো রাজ্য নেতারা যতই দাবি করুন, বাংলার মানুষ এ যাত্রায় পরিবর্তনের জন্য প্রস্তুত, মূল প্রশ্ন হল কেন্দ্রীয় নেতৃত্ব কি আদৌ পালাবদল চায়। রাজ্যের বিজেপি কর্মীদের একাংশের আরও প্রশ্ন, যদি সত্যিই বিজেপি পরিবর্তন চায়, তা হলে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, তৃণমূলের এমন রাঘববোয়ালেরা জেলের বাইরে থাকেন কী করে! কর্মীদের সেই মনোভাব আজ দুপুরে বিজেপি সভাপতি জে পি নড্ডাকে জানাতে গিয়েছিলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ।
সূত্রের মতে, তিনি নড্ডাকে বলেন, ভোট এগিয়ে আসছে। এই সময়ে তৃণমূলের বড় মাপের কোনও নেতাকে জেলে পুরলে কর্মীরা চাঙ্গা হয়ে পথে নামবেন। তাতে দলেরই লাভ। সূত্রের মতে, ওই কথা তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও জানিয়েছেন। একাধিক তথ্যপ্রমাণও জমা দিয়েছেন অতীতে।
অভিজিৎ বলেন, ‘‘আমার কিছু হারানোর নেই। তাই সিবিআই দুর্নীতিগ্রস্ত তৃণমূলীদের বিরুদ্ধে যদি কোনও ব্যবস্থা না নেয়, তা হলে আমি একাই নতুন বছরের শুরুতে ইডি-সিবিআইয়ের অপদার্থতার প্রতিবাদে ওদের দফতরের সামনে ধর্না দেব।’’ যা শুনে মাথায় হাত দিয়েছেন রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা। তিনি বলেন, ‘‘উনি ‘মিসগাইডেড মিসাইল’।ধর্নায় বসতেই পারেন। কারণ, রাজনৈতিক প্রেক্ষাপট না থাকায় সত্যিই ওঁর হারানোর কিছু নেই। কেন্দ্রীয় সংস্থার হাতে উপযুক্ত প্রমাণ না থাকলে কী ভাবে কাউকে গ্রেফতার করা সম্ভব?’’