• কাজ ছেড়ে নির্বিঘ্নে ফিরছেন মানোয়ারারা
    আনন্দবাজার | ০৩ ডিসেম্বর ২০২৫
  • কখনও তাঁরা দু-তিন জন, কখনও সংখ্যায় একটু বেশি। তবে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) আবহে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের সীমান্তবর্তী হাকিমপুর হয়ে বাংলাদেশে ফেরা এখনও অব্যাহত। কারও কাছেই পাসপোর্ট-ভিসা নেই। তবে সে জন্য ফিরতে ঝামেলা হচ্ছে না। দু’দেশের সীমান্ত রক্ষীদের সহায়তা মিলছে বলেই দাবি।

    মঙ্গলবার সকালেই ছেলেকে নিয়ে টোটোতে হাকিমপুর বাসস্ট্যান্ডের কাছে এসে ব্যাগপত্র সমেত নামলেন মমতাজ বিবি। জানালেন, বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়। এ দেশে এসেছিলেন ১৫ বছর আগে। ফিরছেন কেন? মমতাজ বলেন, ‘‘স্বরূপনগরেরই বিথারী এলাকা দিয়ে এক জনের মাধ্যমে এসেছিলাম। কলকাতায় পরিচারিকার কাজ করতাম। এখানে কী সব কাগজপত্র চাইছে! আমার কাছে নেই। ফিরে যাচ্ছি।’’ ফিরছেন মানোয়ারা বিবি। তাঁরও বাড়ি সাতক্ষীরায়। তাঁর কথায়, ‘‘২০১৬-তে স্বামীর সঙ্গে এসেছিলাম। কলকাতায় প্লাস্টিক কুড়োনোর কাজ করতাম। স্বামী আগে ফিরেছেন। সবাই বলল, হাকিমপুর দিয়ে সহজে যাওয়া যাচ্ছে।’’

    এ রাজ্যে এসআইআর-পর্ব শুরু হওয়ার পর থেকেই অনেক বাংলাদেশি ফিরেছেন নিজেদের দেশে। প্রথম দিকে রাজ্যের অন্য সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ফিরতে গিয়ে অনেকে পুলিশ-বিএসএফের হাতে ধরাও পড়েছেন। সোমবার রাতেই দালালের মাধ্যমে এই স্বরূপনগরেরই তারালি সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টার অভিযোগে শিশু ও মহিলা-সহ পাঁচ জনকে আটক করে বিএসএফ। তাঁদের গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু হাকিমপুরের ছবিটা অন্য রকম।

    কোন প্রক্রিয়ায় তাঁদের ফেরানো হচ্ছে? বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক আশিসকুমার আর্য বলেন, ‘‘বর্তমান সময়ে ‘পুশ ব্যাক’ শব্দটা বলা হচ্ছে ঠিকই। তবে আমরা ‘পুশ ব্যাক’ করছি না। বড় সংখ্যক পরিযায়ী শ্রমিক কাজের সন্ধানে এ দেশে বিভিন্ন সময় এসেছিলেন। তাঁরা এখন ফিরছেন, এটা ঠিক। একটি প্রক্রিয়ায় তাঁদের ফেরানো হচ্ছে।’’

    প্রক্রিয়াটি ঠিক কী, চেকপোস্টে কর্মরত বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানেরা খোলসা করতে চাননি। তবে সূত্রের খবর, বৈধ কাগজপত্র না থাকা বাংলাদেশিরা হাকিমপুরে পৌঁছে চেকপোস্টের বিএসএফ জওয়ানদের কাছে নিজেদের পরিচয়, বাড়ির ঠিকানা জানাচ্ছেন। জওয়ানেরা সে সব লিপিবদ্ধ করে বিজিবি-র হাতে তুলে দিচ্ছেন। বিজিবি সে তথ্য যাচাই করে ছাড়পত্র দিলে, নির্দিষ্ট সময়ে পেরোনো যাচ্ছে সীমানা। তবে হাকিমপুরের এই ‘প্রক্রিয়া’ রাজ্যের অন্যত্র বাংলাদেশের কোনও সীমানায় চালু নেই বা চালু হওয়ার সম্ভাবনাও নেই বলে দাবি বিএসএফ সূত্রের।
  • Link to this news (আনন্দবাজার)