• রেকর্ড পতন, ডলারের নিরিখে ৯০ ছুঁল টাকা
    বর্তমান | ০৩ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ৩ ডিসেম্বর: আজ, মঙ্গলবার নজিরবিহীন তলানিতে নামল ভারতীয় মুদ্রা। একদিনে ৪২ পয়সা কমে মার্কিন ডলারের নিরিখে ৯০ ছুঁয়ে ফেলল টাকা। অর্থনৈতিক বিশেষজ্ঞরা অবশ্য আগেই এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন। অনুমান করেছিলেন চলতি সপ্তাহেই রেকর্ড পতন ঘটিয়ে ডলারের নিরিখে ৯০-এর নীচে যেতে পারে টাকা। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল। আজ, বুধবার সকালে ডলার পিছু টাকার দর ৮৯.৯৬ টাকা ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা ৯০-এর গণ্ডি পেরিয়ে যায়। একধাক্কায় পৌঁছে যায় ৯০.০৫ টাকায়। এই পতনের ফলে মুখ থুবড়ে পড়ে শেয়ার বাজারও। এদিন সকালের দিকে ৩০০ পয়েন্টরও বেশি পড়ে যায় সেনসেক্স।

    উল্লেখ্য, গত সোমবার ডলারের নিরিখে টাকার দর ৮৯.৭৩ ছিল। এরপর গতকাল অর্থাৎ মঙ্গলবার ডলারের নিরিখে ৮৯.৯৫-এ নেমে যায় ভারতীয় টাকার মূল্য। ওইদিন একটা সময় ভারতীয় মুদ্রায় ডলারের বিনিময়মূল্য ৯০ টাকার গণ্ডিও ছুঁয়ে ফেলেছিল। পরে তা কিছুটা সামলে ৯০-এর সামান্য নীচে এসে থামে। সামগ্রিকভাবে ২০২৫ সালে টাকার পতনের পরিমাণ প্রায় ৫ শতাংশ বলে জানা গিয়েছে। এর জন্য মূলত মার্কিন শুল্কের চাপ এবং ভারতের বাণিজ্য ঘাটতিই অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)