• এ বার Group C, Group D ‘আনটেন্টেড’-দের তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
    এই সময় | ০৩ ডিসেম্বর ২০২৫
  • এ বার ২০১৬ সালের গ্রুপ-সি, গ্রুপ-ডি ‘আনটেন্টেড’-দের তালিকা প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। এর আগে তিনি নির্দেশ দিয়েছিলেন, ২০১৬ সালের শিক্ষক নিয়োগের প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে কাদের নিয়োগ করা হয়েছিল, তাদের বিস্তারিত তালিকা দিতে হবে। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, ২০১৬ সালের গ্রুপ-সি, গ্রুপ-ডি ‘আনটেন্টেড’ অর্থাৎ যাঁরা দাগি নন, তাঁদের তালিকা ৮ ডিসেম্বরের আগে বিস্তারিত তথ্য-সহ প্রকাশ করতে হবে।

    পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বা SSC গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণ চলছে। শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষার আবেদনের জন্য ৩ ডিসেম্বর ছিল শেষ দিন। যদিও তা ইতিমধ্যেই বাড়িয়ে ৮ ডিসেম্বর করা হয়েছে।

    ২০১৬ সালে যোগ্য প্রার্থীদের বয়সে ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। যাতে তাঁরা আবেদন করতে পারেন। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, যাঁরা যোগ্য প্রার্থী, তাঁরা যেন বয়সের ছাড় পেয়েই ২০২৫ সালের নতুন পরীক্ষায় আবেদনের সুযোগ পান, তা নিশ্চিত করতেই এই তালিকা প্রকাশের নির্দেশ। স্কুলে গ্রুপ-সি পোস্টে ২৯৮৯টি শূন্যপদ রয়েছে। গ্রুপ-ডি-র শূন্যপদের সংখ্যা ৫৪৮৮টি।

    আগেই নির্দেশ আছে, কোনও ভাবেই যেন ‘অযোগ্য’রা এই পরীক্ষায় বসার সুযোগ না পান। তাঁদের তালিকাও প্রকাশ করা হয়েছে। এ বার স্বচ্ছতার স্বার্থে ‘যোগ্য’দের বিস্তারিত তালিকা প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি সিনহা।

  • Link to this news (এই সময়)