• প্র্যাকটিসে যাচ্ছি বলে নিখোঁজ কিশোর ফুটবলার
    এই সময় | ০৩ ডিসেম্বর ২০২৫
  • এই সময়, নরেন্দ্রপুর: প্র্যাকটিসে যাচ্ছি বলে সকালে ঘর থেকে বেরিয়েছিল। তারপর থেকে আর কোনও খোঁজ মিলছে না নরেন্দ্রপুরের এক প্রতিশ্রুতিমান কিশোর ফুটবলারের। নাম শুভঙ্কর বাড়ুই (১৫)। এক সপ্তাহ কেটে যাওয়ার পরেও তার সন্ধান না মেলায় অথৈ জলে পড়েছেন পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। বাড়ির লোকেরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছেন, প্র্যাকটিসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরোলেও সে দিন সে মাঠে যায়নি। তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।

    পুলিশ ঘটনার তদন্তে নামলেও এখনও রহস্যের কিনারা করতে পারেনি। পুলিশ সূত্রের খবর, খুব ছোটবেলায় মাকে হারায় শুভঙ্কয়। পরে বাবাও তাকে ছেড়ে চলে যায়। তারপর থেকেই সে নরেন্দ্রপুরের খুড়িগাছি এলাকায় মাসি অসীমা দাসের কাছে থাকত। সোনারপুরের গোড়খাড়া বিদ্যামন্দিরের নবম শ্রেণির ছাত্র ছিল শুভঙ্কর। তবে পড়াশোনার থেকেও খেলাধূলোর প্রতি তার আগ্রহ বেশি ছিল। ভালো ফুটবল খেলত। সহপাঠীরা জানিয়েছে, বেশ কয়েক দিন ধরে সে টিউশন পড়তে যাচ্ছিল না। তাই মাসি খুব বকাবকি করেন। সেই অভিমানে শুভঙ্কর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

    মাসির দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৬ নভেম্বর সকাল ৬টা নাগাদ ফুটবল প্রশিক্ষণ নিতে শুভঙ্কর বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর থেকেই তাঁর আর কোনও খোঁজখবর নেই। শুভঙ্কর বাড়ি না ফেরায় নরেন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছেন মাসি অসীমা দাস। তিনি বলেন, 'এক সপ্তাহ হয়ে গেল, শুভঙ্করের কোনও খবর পাচ্ছি না। পুলিশ শুধু দেখছি দেখছি করছে। জানি না ছেলেটা কোথায় আছে, কেমন আছে?'

  • Link to this news (এই সময়)