• প্রাথমিকে চাকরি বহাল নিয়ে কী বললেন মমতা?
    আজকাল | ০৩ ডিসেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ওয়াকফ আইন এবং এসআইআর  নিয়ে বুধবার মালদা জেলার জনসভা থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এখন সকলের নজর বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার বহরমপুর স্টেডিয়ামের জনসভা থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে কী বার্তা দেন তিনি। 

    প্রসঙ্গত মঙ্গলবার বিকালে হেলিকপ্টার করে কলকাতা থেকে বহরমপুরে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার সকালে হেলিকপ্টার করে তিনি মালদার গাজলে যান একটি জনসভায় বক্তব্য রাখার জন্য। এরপর সেখান থেকে তিনি দুপুরেই বহরমপুরে ফিরে আসেন। আজ বহরমপুর সার্কিট হাউসে তাঁর রাত্রি বাস করার কথা রয়েছে। বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়াম ময়দানে লক্ষাধিক মানুষের সমাবেশে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো। ওই সভা শেষে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার করে আবার কলকাতা ফিরে যাবেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে। 

    বৃহস্পতিবারের মুখ্যমন্ত্রীর সভার জন্য ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। বুধবার সকাল থেকে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং তৃণমূল নেতৃত্ব বারবার বহরমপুর স্টেডিয়ামে গিয়ে খতিয়ে দেখেন শেষ মুহূর্তের প্রস্তুতি। 

    মালদা জেলার সভা সেরে বহরমপুরে ফেরার পর মুখ্যমন্ত্রী  সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩২ হাজার শিক্ষকের হাইকোর্টের নির্দেশে চাকরি বহাল থাকার  রায়কে স্বাগত জানিয়ে বলেন,"কথায় কথায় কোর্টে গিয়ে কারও চাকরি খেয়ে নেওয়া ঠিক নয় বরং চাকরি দেওয়া দরকার। শিক্ষকদের চাকরি রয়েছে, পরিবারগুলো রক্ষা পেয়েছে, গোটা বিষয়টি মানবিকভাবে দেখা হয়েছে -আমি খুশি।" 

    বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর চাকরি বাতিল করার এই সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি কারও সম্পর্কে কোনও  কথা বলবো না। 

    তৃণমূল কংগ্রেসের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন,"বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে মুখ্যমন্ত্রীর জনসভা শুরু হয়ে যাবে। মুর্শিদাবাদ জেলার ২২টি বিধানসভা কেন্দ্র থেকে  লক্ষাধিক মানুষ আগামীকাল বহরমপুর শহরে আসবেন আমাদের প্রিয়  নেত্রী মমতা ব্যানার্জির বক্তব্য শোনার জন্য। আমাদের দলের কর্মী সমর্থকদেরকে বহরমপুর স্টেডিয়ামে আনার জন্য পর্যাপ্ত বাস এবং অন্যান্য গাড়ির ব্যবস্থা করা হচ্ছে।" অপূর্ববাবু বলেন," সাম্প্রদায়িকতার বিপক্ষে এবং ধর্মনিরপেক্ষতার পক্ষে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলা থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে কী বার্তা দেন সেদিকে আমাদের সকলের নজর রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিজেপি শাসিত রাজ্যে এই রাজ্যের বাংলা ভাষাভাষী মানুষদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে। সেই বিষয়ে মুখ্যমন্ত্রী আমাদেরকে কোনও দিশা দেখান কিনা তার দিকেও আমাদের নজর থাকবে।" তিনি আরও বলেন," জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি এসআইআর-এর নামে এনআরসি লাগু করতে চাইছে। এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী নেতৃত্বে সমগ্র মুর্শিদাবাদ জেলার মানুষ তাঁর সঙ্গে রয়েছেন। বৃহস্পতিবার জনসভায় মুখ্যমন্ত্রী জেলাবাসীর জন্য উন্নয়নের কোনও বার্তা দেন কিনা সেদিকেও আমরা সকলে উদগ্রীব হয়ে রয়েছি।" অপূর্ববাবু জানান ,"পাড়ায় সমাধান প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই রাজ্য সরকার  ৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে।  এর মাধ্যমে প্রত্যেক বুথে বুথে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এর জন্য আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কৃতজ্ঞতা জানাতে চাই।" রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান বলেন,"কেন্দ্রের বঞ্চনার জন্য রাজ্যকে  বেশ কিছু ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী আমাদের কী পথ দেখান সেদিকে সকলের নজর রয়েছে। এর পাশাপাশি ইতিমধ্যে মালদার বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন সংশোধিত ওয়াকফ আইন মানা হবে না।"
  • Link to this news (আজকাল)