• বাইকের বেপরোয়া গতি কেড়ে নিল পুলিশকর্মীর প্রাণ
    আজকাল | ০৩ ডিসেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ হুগলির মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি পালপাড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল বারাকপুরের এক পুলিশকর্মীর।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে মগরা থানার অধীনে চন্দ্রহাটি ফাঁড়ির অন্তর্গত পালপাড়ার রাজেশ মাণ্ডি ব্যারাকপুর পুলিশ কমিশনাররেটে কাজ করতেন। ২০০৬ সালে পুলিশের কাজে যোগদান দিয়ে প্রথমে কনস্টেবল থাকার পর এএসআই হন। কর্মরত ছিলেন বারাকপুর পুলিশ কমিশনারেটে। অসুস্থ থাকার জন্য গত নভেম্বর মাস থেকে তিনি নিয়মিত কাজে যেতে পারেননি। তবে মাঝে মধ্যে বাইকে করে কাজে যাওয়া আসা করতেন। রাজেশের একটি ছেলে ও একটি মেয়ে আছে। এলাকায় ভাল ছেলে হিসেবে পরিচিত ছিলেন। 

    পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে বাড়ি থেকে একা সাইকেল নিয়ে বাজারে বেরিয়েছিলেন রাজেশ। বাড়ি ফেরার সময় বেপরোয়া গতির বাইক তাঁর সাইকেলে ধাক্কা মারলে তিনি রাস্তায় পড়ে যান। এলাকার দুই সিভিক ও এলাকার মানুষের সহযোগিতায় প্রথমে মগরা গ্রামীণ হাসপাতাল ও পরে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। মঙ্গলবার সকালে মারা যান ওই পুলিশকর্মী। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। 

     
  • Link to this news (আজকাল)