• পুলিশের চাকরিতে যোগ দিলেন রিচা
    আজকাল | ০৩ ডিসেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ রাজ্য পুলিশের ডিএসপি পদে যোগ দিলেন বিশ্বকাপজয়ী বঙ্গ তনয়া রিচা ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইডেনে সংবর্ধনা অনুষ্ঠানেই রিচার হাতে নিয়োগপত্র তুলে দিয়েছিলেন। এবার তিনি কাজে যোগ দিলেন। 

    রাজ্য পুলিশের তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়েছে, ‘‌মহিলাদের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য রিচা ঘোষ রাজ্য পুলিশের ডিএসপি পদমর্যাদা র‌্যাঙ্কে যোগ দিয়েছেন বুধবার। শিলিগুড়ি কমিশনারেটে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (‌এসিপি)‌ পদে যোগ দিলেন রিচা।’‌ এক্স হ্যান্ডলে আরও লেখা হয়েছে, ‘‌রাজ্য পুলিশের পরিবারে রিচাকে স্বাগত। রইল একগুচ্ছ শুভেচ্ছা ও অভিনন্দন।’‌




    এটা ঘটনা, হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল ঘরের মাটিতে বিশ্বকাপ জিতে সাড়া ফেলে দিয়েছে। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য রিচা। সেমিফাইনালে অস্ট্রেলিয়া ও ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মারকাটারি ইনিংস খেলেছিলেন। উইকেটের পিছনেও ছিলেন সাবলীল। এই উইকেটরক্ষক ব্যাটার আবার ধোনির ভক্ত। মাহির মতো মারমুখী ব্যাটিং করতে ভালবাসেন। তা প্রমাণও করেছেন বিশ্বকাপে।

    কাপ জিতে দেশে ফেরার পর রিচাকে নিয়ে উন্মাদনা চলছেই। নিজের শহর শিলিগুড়ি তো বটেই কলকাতাতেও সংবর্ধনা দেওয়া হয়েছে। সিএবি ইডেনে দিয়েছিল জমকালো সংবর্ধনা। সেই সংবর্ধনা অনুষ্ঠানেই রাজ্য সরকারের তরফে রিচার হাতে পুলিশের নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছিল। এবার তিনি যোগ দিলেন পুলিশের কাজে। 

     
  • Link to this news (আজকাল)