• পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত গুরুগ্রামের আইনজীবী, টাকা আনার জন্য যায় ৭ বার অমৃতসর
    বর্তমান | ০৩ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ৩ ডিসেম্বর: পাকিস্তানের গুপ্তচরবৃত্তির অভিযোগে দিল্লির গুরুগ্রাম থেকে আগেই গ্রেফতার করা হয়েছিল রিজওয়ান নামে এক আইনজীবীকে। এবার রিজওয়ানের বন্ধু মোশারফকে জিজ্ঞাসাবাদ করে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। মোশারফ পুলিশকে জানিয়েছেন, টাকা আনার জন্য ৭ বার পাঞ্জাবের অমৃতসরে গিয়েছিল তাঁর বন্ধু। রিজওয়ানের কাজ ছিল বিভিন্ন জায়গা থেকে টাকা তুলে এনে অজয় আরোরা নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া। তার মধ্যে এখনও পর্যন্ত পুলিশ ৪১ লক্ষ টাকার হদিশ পেয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, রিজওয়ানের ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল। পাকিস্তানের হ্যান্ডলারদের টাকা এই অ্যাকাউন্টের মাধ্যমে হাওলায় জমা পড়ত।চলতি বছরের জুলাই মাসে রিজওয়ানের সঙ্গে গাড়ি করে প্রথমে ওয়াঘা সীমান্ত, তারপর পাঞ্জাবের স্বর্ণ মন্দির যায় মোশারফ। সেখানেই দু’জন ব্যক্তি বাইকে করে এসে টাকা ভর্তি ব্যাগ দিয়ে যায় রিজওয়ানকে। যদিও ওই বাইকে কারা ছিলেন, তাদের শনাক্ত করতে পারেননি মোশারফ। দিল্লিতে ফেরার সময় তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ওই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি আনার নাম করে ঠিক তার এক মাস পর আগস্টের ১ তারিখ ফের অমৃতসর যায় তারা। কিন্তু মোশারফকে রাতে হোটেলের ঘরে রেখে টাকা আনতে যাচ্ছে বলে বেরিয়ে যায় রিজওয়ান। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। খোঁজ চালানো হচ্ছে অজয় আরোরা নামে ওই ব্যক্তিরও। 
  • Link to this news (বর্তমান)