সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়িতে রেশন ব্যবস্থায় ই-কেওয়াইসি ৯৯ শতাংশ হল। আজ, বুধবার একথা জানালেন ময়নাগুড়ি ব্লকের খাদ্য পরিদর্শক রাজেশ পন্ডিত। তিনি বলেন, ময়নাগুড়ি ব্লকে ৯৯ শতাংশ এবং পুরসভায় ৯৯.৩০ শতাংশ রেশন গ্রাহকেরা ই-কেওয়াইসি করে নিয়েছেন। যারা শ্রমিক বা বিভিন্ন কাজে বাইরে থাকেন তাঁদেরও চিন্তার কোনও কারণ নেই। অনলাইন সরকারি যে পোর্টাল রয়েছে সেখানে তাঁরা নিজেরাই ই-কেওয়াইসি করে নিতে পারবেন। সেক্ষেত্রে FOOD.WB.GOV.IN-এ গিয়ে ই-কেওয়াইসি করা যাবে। যারা রাজ্যের বাইরে রয়েছেন তাঁরা এই পোর্টালে গিয়ে সেলফ সার্ভিসে ক্লিক করবেন। এরপর লিংক আধার উইথ রেশন কার্ড লেখায় ক্লিক করতে হবে। সেখানে গিয়ে আধার কার্ড ও রেশন কার্ডের লিংক করা যাবে। আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর সংযুক্ত রয়েছে সেখানে ওটিপি চলে আসবে। তিনি আরও জানিয়েছেন, গ্রাহকরা রেশন তুলতে গিয়ে যদি দেখেন তাঁদের নামের পাশে নীল চিহ্ন দেখাচ্ছে তাহলে বুঝতে হবে দ্রুত ই-কেওয়াইসি করতে হবে। লাল চিহ্ন দেখালে বন্ধ হয়ে গিয়েছে কার্ড। সবুজ চিহ্ন দেখালে বোঝা যাবে কার্ড ঠিক রয়েছে। জানা গিয়েছে, ময়নাগুড়ি ব্লকে রেশন ডিলার রয়েছেন ৬০ জন। রেশন গ্রাহক রয়েছেন ৩ লক্ষ ২২ হাজার।