বকেয়া মজুরি, মাদারিহাটে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বাগান শ্রমিকরা
বর্তমান | ০৩ ডিসেম্বর ২০২৫
সংবাদদাতা, আলিপুরদুয়ার: বকেয়া মজুরির দাবিতে মাদারিহাটে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসলেন ৬টি বাগানের শ্রমিকরা। ইতিমধ্যেই কর্মবিরতির ডাকও দিয়েছেন তাঁরা। জানা গিয়েছে, ওই ৬টি বাগান হল ধুমচিপাড়া, হান্টাপাড়া, গ্যারগেন্দা, বীরপাড়া, তুলসীপাড়া এবং ডিমডিমা।এদিন আন্দোলনরত শ্রমিকরা তৃণমূলের দলীয় পতাকা নিয়ে ধর্নায় শামিল হয়েছেন। শ্রমিকদের বক্তব্য, তাঁদের আন্দোলন রাজ্য সরকারের বিরুদ্ধে নয়। মূলত তাঁদের এই আন্দোলন বাগান মালিকদের বিরুদ্ধে। ৬টি বাগানে শ্রমিক সংখ্যা সাত হাজারের বেশি। শ্রমিকদের দাবি, গত পাঁচ মাস ধরে তাঁদের বকেয়া মিলছে না। অন্যদিকে, মালিক পক্ষের দাবি, পাঁচ মাস নয় শ্রমিকদের মজুরি মাত্র আড়াই মাস বকেয়া রয়েছে। দ্রুত সেই বকেয়া মেটানো হবে বলেও দাবি করেছে বাগান মালিকপক্ষ।