• আগামী কয়েকদিনে কমবে তাপমাত্রা, মিলবে শীতের আমেজ
    বর্তমান | ০৩ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত কয়েকদিন ধরেই শহর কলকাতায় শীতের আমেজ সেভাবে নেই। অন্যান্য জেলায় ভোরে বা সন্ধ্যার দিকে হালকা ঠাণ্ডার আমেজ দেখা দিলেও তা মোটেই সন্তোষজনক নয়। তবে হাওয়া অফিসের অনুমান, আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে। চলতি সপ্তাহে ২-৪ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনাও রয়েছে। পারদ নামতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়ার দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। কমবে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রাও। বীরভূম, পুরুলিয়ায় ১০ ডিগ্রির নীচে নামার পূর্বাভাস রয়েছে।আজ, বুধবার কলকাতা-সহ পাশ্ববর্তী এলাকায় ভোরের দিকে কুয়াশা দেখা দেবে। তবে বেলা বাড়লে তা কেটে যাবে। আকাশ পরিষ্কার থাকবে। আগামী দুই থেকে তিনদিন পর শহরে প্রায় ২-৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আজ সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে প্রায় ১.৩ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে প্রায় ১.১ ডিগ্রি বেশি।  
  • Link to this news (বর্তমান)