সংবাদদাতা, বনগাঁ: নগর কীর্তনে বেরিয়ে জেনারেটরের সঙ্গে জড়িয়ে গেল মাথার চুল। মৃত্যু হল বৃদ্ধার। আজ, বুধবার ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার জয়পুর এলাকায়। জানা গিয়েছে, মৃতার নাম কাননবালা দে (৭০)। তিনি গাইঘাটা থানার পুরন্দরপুরের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, দু’দিন আগে বনগাঁয় আত্মীয়ের বাড়িতে কীর্তন উপলক্ষ্যে এসেছিলেন কাননদেবী। এরপর তিনি আজ আত্মীয়দের সাথে নগরকীর্তনে বের হন। কাননদেবী টোটোতে বলে ছিলেন। এরপর টোটো থেকে নেমে জেনারেটরের ভ্যানে ওঠেন। অনেকে ওই ভ্যানে উঠতে বারণ করেন। কিন্তু জেনারেটরের আওয়াজে তিনি কোনও কথা শুনতে পাননি।প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ভ্যানে ওঠার কিছুক্ষণ পরই মাথার চুল জেনারেটরের সঙ্গে জড়িয়ে যায়। এরপর বৃদ্ধার মাথা থেঁতলে যায়। তড়িঘড়ি তাঁকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।