• শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও জোর করে বিএলওর কাজ, অসুস্থ শিক্ষক, ভর্তি হাসপাতালে
    বর্তমান | ০৩ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, হাওড়া: ৫০ শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রাথমিকের শিক্ষককে জোর করে বিএলওর কাজ করানোর অভিযোগ। এর ফলে বাঁ পায়ে সংক্রমণ ছড়িয়ে অসুস্থ হয়ে পড়েছেন ডোমজুড়ের সলপ-১ গ্রাম পঞ্চায়েতের ৬৩ নম্বর পার্টের বিএলও অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। বর্তামানে কাঁকুড়গাছির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।তাঁর পরিবারের অভিযোগ, অনির্বাণবাবুর অতিরিক্ত হাঁটাচলা করতে নিষেধ ছিল। এসআইআর চালু হওয়ার আগে পরিবারের তরফে কমিশনের কাছে এই বিষয়ে তাঁর সার্টিফিকেটও জমা করা হয়। তা সত্ত্বেও তাঁকে জোর করে কাজ করানো হচ্ছিল বলে অভিযোগ। গত কয়েকদিন টানা হাঁটাচলা করায় তাঁর পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে। এরপর গত মঙ্গলবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। বিএলওর স্ত্রী মৌমিতা বন্দ্যোপাধ্যায় বলেন, মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছেন স্বামী। এই মুহূর্তে ওনার চিকিৎসা করার মতো সামর্থ্যও নেই। বিএলওর পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা শিক্ষা দপ্তর।
  • Link to this news (বর্তমান)