• মূল বেতনের সঙ্গে জুড়বে মহার্ঘ ভাতা? কী জানাল অর্থমন্ত্রক
    প্রতিদিন | ০৩ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি একাধিক কর্মচারী সংগঠন আবেদন জানিয়েছিল, মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতার (ডিএ) ৫০ শতাংশ জুড়ে দেওয়া হোক। কিন্তু সেই আর্জিতে সায় দিল না কেন্দ্র। সোমবার সংসদে অর্থমন্ত্রক সাফ জানিয়ে দিল, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা মূল বেতনের সঙ্গে মিশিয়ে দেওয়ার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের।

    এদিন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি সংসদে লিখিতি জবাবে জানিয়েছেন, মূল বেতনের সঙ্গে মহার্ঘভাতা জুড়ে দেওয়ার কোনও প্রস্তাব সরকারের কাছে আসেনি। তাছাড় বিষয়টি সরকারের বিবেচনাধীনও নয়। মূল্যবৃদ্ধির বিষয়টি মাথায় রেখে ভোক্তা মূল্য সূচক অনুযায়ী প্রতি ছ’মাস অন্তর মহার্ঘ্য ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়।

    কর্মচারী সংগঠনগুলির বক্তব্য, মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতার ৫০ শতাংশ জুড়ে দিলে মূল বেতনের পরিমাণ বৃদ্ধি পাবে। পরবর্তী অর্থ কমিশন কার্যকর হলে সেই বর্ধিত বেতনের উপরে নির্ধারিত হবে মহার্ঘ ভাতা। কর্মচারী সংগঠনগুলির ওই দাবির পরই কৌতুহল তৈরি হয়েছিল বিভিন্ন মহলে। কিন্তু সোমবার সব জল্পনায় জল ঢালল কেন্দ্র।

    উল্লেখ্য, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই কার্যকর হতে চলেছে অষ্টম পে কমিশন। এর ফলে ৫০ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী বেসিক থেকে, অ্য়ালাওন্সেস, পেনশন ও অন্য়ান্য সুযোগ সুবিধা সবেতেই লাভবান হবেন। এর জেরে একদিকে ডিএ বাড়বে, বাড়বে পেনশনভোগীদের ডিআর। শোনা যাচ্ছে, অষ্টম পে কমিশন চালু হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন একলাফে অনেকটা বেড়ে যেতে পারে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ২.৫৭ থেকে বাড়িয়ে ২.৮৬ হতে পারে। এর অর্থ কর্মীদের বেসিক বেতন বাড়বে হু হু করে। অর্থাৎ কারও বেসিক বেতন যদি ১৮ হাজার টাকা থাকে, তাঁর বেসিক বেতন বেড়ে হবে ৫১ হাজার ৪৮০ টাকা।
  • Link to this news (প্রতিদিন)