• শত্রুর বুকে ভয় ধরিয়ে ভারতকে কম্পিউটার চালিত রাইফেল সিস্টেম দেবে বন্ধু ইজরায়েল! 
    প্রতিদিন | ০৩ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্মুখ সমরে শত্রুকে নিকেশ করতে আরও শক্তিশালী হয়ে উঠবে ভারত। দেশের সেনাবাহিনীর হাতে আসতে চলেছে বিশ্বের প্রথম কম্পিউটার চালিত রাইফেল সিস্টেম। অত্যাধুনিক এই অস্ত্র প্রস্তুত করতে ইজরায়েলের সঙ্গে আলোচনা শুরু করেছে ভারত। জানা যাচ্ছে, যুদ্ধক্ষেত্রে যে কোনও পরিস্থিতিতে নির্ভুলভাবে শত্রুর উপর প্রাণঘাতী হামলা উল্লেখযোগ্য ভূমিকা নেবে আরাবেল নামের এই অত্যাধুনিক অস্ত্র।

    ‘ইজরায়েল ওয়েপন ইন্ডাস্ট্রিজ’ (IWI)-এর তরফে এই তথ্য সামনে আনা হয়েছে। সংস্থার সিইও শুকি শোয়ার্জ বলেন, ভারতীয় সেনায় আরাবেল প্রযুক্তিকে যুক্ত করার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। এই অস্ত্র যে কোনও পরিস্থিতিতে শত্রুর উপর নিখুঁত হামলা চালাতে পারে। উন্নত সেন্সরের মাধ্যমে নিজের মারণ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আপৎকালিন পরিস্থিতিতে রিয়েল টাইম সিদ্ধান্ত নিতে পারে। এই প্রযুক্তি অস্ত্রের গতি ও ট্রিগারের অবস্থান পর্যবেক্ষণ করে। যুদ্ধে বিভিন্ন পরিবেশে মারণ আঘাতের উচ্চ সম্ভাবনা তৈরি করতে সহায়তা করে। প্রথম গুলি ছোড়ার পর বন্দুকের ট্রিগার চাপলে আরাবেল শুটারের আচরণ বিশ্লেষণ করে পরবর্তী রাউন্ড ছুড়বে। 

    জানা যাচ্ছে, যে কোনও ছোট অস্ত্রের সঙ্গে যুক্ত করা যায় এই প্রযুক্তি। এবং মারণাস্ত্রে এই প্রযুক্তি কার্যকর করার জন্য আলাদা করে কোনও ডেডিকেটেড অপটিক্যাল উপাদানের প্রয়োজন হয় না। নয়া এই প্রযুক্তির পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত ও ইজরায়েলের অংশিদারিত্বের কথাও এদিন তুলে ধরেন শোয়ার্জ। গত দুই দশক ধরে ভারতীয় সেনা ‘ইজরায়েল ওয়েপন ইন্ডাস্ট্রিজ’-এর বহু অস্ত্র ব্যবহার করছে। এই তালিকায় রয়েছে Tavor TAR-21 অ্যাসল্ট রাইফেল, IWI X95 অ্যাসল্ট রাইফেল। এর মধ্যে রয়েছে গ্যালিল স্নাইপার রাইফেল পরিবারের স্নাইপার রাইফেল এবং নেগেভ NG-7 লাইট মেশিনগানের মতো হালকা মেশিনগান।
  • Link to this news (প্রতিদিন)