সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে একটাও আসন জিততে পারেনি কংগ্রেস। তবে পুরসভার উপনির্বাচনে খাতা খুলল হাত শিবির। বুধবার প্রকাশিত হয়েছে দিল্লি পুরসভার উপনির্বাচনের ফলাফল। সেখানেও শাসক দল বিজেপিরই জয়জয়কার। কিন্তু একটি আসন রাহুল গান্ধীদের কাছে কিছুটা সান্ত্বনা পুরস্কারের মতো।
চলতি বছরের শুরুতেই গেরুয়া ঝড়ে বিধ্বস্ত হয়েছিল দিল্লির আপ এবং কংগ্রেস। ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৪৮টি আসন জিতে নেয় বিজেপি। গতবার সরকার গড়া আপের ঝুলিতে গিয়েছিল মাত্র ২২ আসন। আর কংগ্রেসের কপালে কেবলই হতাশা। একটাও আসন জিততে পারেননি কংগ্রেস প্রার্থীরা। বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার আবারও ভোট দিলেন দিল্লিবাসী, তবে সেটা উপনির্বাচনে। সেখানেও গেরুয়া ঝড় অব্যাহত।
দিল্লি পুরসভার ১২টি ওয়ার্ডে উপনির্বাচন হয়েছে গত ৩০ নভেম্বর। বুধবার সকাল আটটা থেকে সেই নির্বাচনের গণনা শুরু হয়। ঘণ্টাতিনেকের মধ্যেই ফলাফল ঘোষিত হয়। ১২ ওয়ার্ডের মধ্যে সাতটিতেই জিতেছে বিজেপি। চাঁদনি চক, অশোক বিহার, গ্রেটার কৈলাস, দ্বারকা-বি, শালিমার বাগ, দিচাও কালান এবং বিনোদ নগরে জয়ী গেরুয়া শিবির। এই বিপুল সাফল্যের পর দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার কুর্সি আরও শক্ত হবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।