• অখিলেশের দলিত-সংখ্যালঘু ‘তাস’, পালটা দিতে উত্তরপ্রদেশে ময়দানে নামছে আরএসএস
    প্রতিদিন | ০৩ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিক অতীতে নরেন্দ্র মোদি এবং অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি-র সঙ্গে দুরত্ব বেড়েছিল। তার ফল ভুগতে হয়েছে কিছু নির্বাচনে। রাম মন্দিরের উদ্বোধনে সেই দুরত্ব কমেছে বলে জানা গিয়েছে। তাই এবার উত্তরপ্রদেশে ময়দানে নামছে আরএসএস। সমাজবাদী পার্টির পিডিএ (পিছিয়ে পড়া-দলিত-সংখ্যালঘু) বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) উত্তর প্রদেশে হিন্দুদের জন্য বড় প্রচার কর্মসূচি শুরু করছে। এই বছর ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত চলবে এই প্রচার।

    জানা গিয়েছে, ২০ ডিসেম্বর থেকে আরএসএস কর্মীরা ‘গৃহ সম্পর্ক অভিযান’ শুরু করছে। এই প্রচার অভিযানে উত্তরপ্রদেশের শহর এবং গ্রামের সব বাড়িতে যাবেন আরএসএস কর্মীরা। জানা গিয়েছে, ডিসেম্বরে শুরু হলেও, আগামী জানুয়ারি মাসে এই প্রচারের জোর বাড়াবে আরএসএস। সেই সময়ে রাম মন্দিরের ছবি এবং ক্যালেন্ডার বিলির মাধ্যমে রাজ্যজুড়ে পরিবারগুলির সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করবেন তাঁরা।

    অন্যদিকে, ২০ জানুয়ারী থেকে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত, হিন্দু সম্প্রদায়, বিশেষ করে দলিত, অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণী এবং অন্যান্য পিছিয়ে পড়া গোষ্ঠীগুলিকে একত্রিত করার জন্য একাধিক হিন্দু সম্মেলনের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানগুলি রাজ্যের একাধিক শহরে করা হবে। এর পাশাপাশি, লখনউতে বিশাল হিন্দু সম্মেলন কর্মসূচি পরিকল্পনা করা হয়েছে। আরএসএস এবং বিজেপি দুই দলের কর্মীরাই এতে অংশগ্রহণ করবেন।

    এই উদ্যোগগুলিকে দলের অভ্যন্তরে সপার নতুন প্রচার কৌশল পিডিএ-র পাল্টা কৌশল হিসেবেই দেখা হচ্ছে। কিছুদিন আগে বিএল সন্তোষ এবং অরুন কুমারের সঙ্গে একটি বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। আরএসএস-এর ১০০ বছরের কাজের ইতিহাসকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই অভিযান শুরু হচ্ছে বলে জানা গিয়েছে। একই বৈঠকে এই সব প্রচারের মুখ হিসেবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম চূড়ান্ত করা হয়েছে বলেও জানা গিয়েছে। তাঁর উপস্থিতির মাধ্যমে এই প্রচার অভিযানে হিন্দুত্বের বার্তায় জোর দেওয়ার বিষয়টিও আরএসএস-এর ভাবনায় রয়েছে বলে জানা গিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)