• দান্তেওয়াড়ায় ভয়ংকর সংঘর্ষে খতম ৫ মাওবাদী, শহিদ এক জওয়ান
    প্রতিদিন | ০৩ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাওবাদ বিরোধী অভিযানে ছত্তিশগড়ে ফের বড় সাফল্য। বুধবার বিজাপুর সিমানায় অভিযান চলাকালীন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ৫ জন মাওবাদীর। পাশাপাশি শহিদ হয়েছেন এক জওয়ান। জঙ্গল ঘিরে ফেলে ওই এলাকায় এখনও মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

    জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে নামে নিরাপত্তাবাহিনী। দান্তেওয়াড়া-বিজাপুর সীমান্তবর্তী ভৈরামগড় এলাকার কেসাকুতুল জঙ্গলের বড় অংশ ঘিরে ফেলে শুরু হয় অভিযান। এই দলে ছিল ডিআরজি, এসটিএফ এবং কোবরা ব্যাটালিয়ন। এলাকা ঘিরে ফেলে তল্লাশি চলাকালীন পিছু হঠার জায়গা না পেরে অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা। এই হামলায় শহিদ হয়েছেন এক জওয়ান তিনি ডিআরজির সদস্য বলে জানা গিয়েছে। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও এক জন। এই হামলার পালটা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াই চলার পর এখনও পর্যন্ত ৫ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ওই এলাকায় আরও একাধিক মাওবাদী লুকিয়ে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। চলছে গুলির লড়াই।

    উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্পষ্ট ভাষায় তিনি হুঁশিয়ারি দিয়েছেন, হয় আত্মসমর্পণ নয় মৃত্যু। এরপর থেকেই ছত্তিশগড়, ঝড়খণ্ডের মতো মাও অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। রিপোর্ট বলছে চলতি বছরে শুধুমাত্র ছত্তিশগড়ে এখনও পর্যন্ত ২৬৮ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৩৯ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বিজাপুর ও দান্তেওয়াড়ায়। অন্যদিকে, লাগাতার অভিযানের জেরে আতঙ্কিত ও কোণঠাসা মাওবাদীরা। বিপুল সংখ্যায় মাওবাদীরা আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতে ফিরছেন।
  • Link to this news (প্রতিদিন)