• শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও বিএলও-র কাজ, সংক্রমণ ছড়িয়ে হাসপাতালে ভর্তি শিক্ষক
    প্রতিদিন | ০৩ ডিসেম্বর ২০২৫
  • অরিজিত গুপ্ত, হাওড়া: এসআইআর শুরুর পর থেকে বাংলায় একের পর এক ঘটনা প্রকাশ্যে এসেছে। কোথাও একের পর এক অসুস্থ হচ্ছেন বিএলও আবার কোথাও ভোটার লিস্ট থেকে নাম বাদ পরার ভয়ে আত্মহত্যা করছেন সাধারণ মানুষ। এই অবস্থায় বার বার এসআইআর-এর পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার ফের অমানবিকতার নজির কমিশনের।

    জানা গিয়েছে, শারীরিকভাবে প্রতিবন্ধী শিক্ষক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়কে জোর করে বিএলও হিসেবে কাজ করাচ্ছে কমিশন। অভিযোগ, ওই প্রাথমিক শিক্ষক ৫০ শতাংশ শারীরিক প্রতিবন্ধী। অভিযোগ করা হয়েছে, জোর করে বিএলও-র কাজ করানোর ফলে বাঁ পায়ে সংক্রমণ ছড়িয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

    ডোমজুড়ের সলপ-১ গ্রাম পঞ্চায়েতের ৬৩ নম্বর পার্টের বিএলও অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। কাঁকুড়গাছির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। অনির্বাণের পরিবারের অভিযোগ, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত হাঁটাচলা করতে নিষেধ ছিল। তাঁরা আরও জানিয়েছেন, এসআইআর চালু হওয়ার আগে পরিবারের তরফে কমিশনের কাছে তাঁর প্রতিবন্ধী সার্টিফিকেট জমা করা হয়। তা সত্ত্বেও অনিবারবাবুকে দিয়ে জোর করে এসআইআর-এর কাজ করানো হচ্ছিল।

    এই কাজ করতে গিয়ে টানা অনেকটা হাঁটাচলা করতে হয়েছে তাঁকে। এর জেরেই তাঁর পায়ে সংক্রমণ ছড়িয়ে পরে। মঙ্গলবার রাতে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে।

    ওই শিক্ষকের পরিবারের অভিযোগ, এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি। তাঁদের দাবি, ওই শিক্ষকের চিকিৎসা করানোর সামর্থ্য নেই পরিবারের। জেলা শিক্ষা দপ্তর ওই শিক্ষকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, শাসকদলের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় ওই বিএলও-কে দেখতে গিয়েছেন হাসপাতালে।
  • Link to this news (প্রতিদিন)