• শ্লীলতাহানির মামলা প্রত্যাহারে ‘না’, নাবালিকা ও মাকে গাছে বেঁধে চুল কাটার অভিযোগ
    প্রতিদিন | ০৩ ডিসেম্বর ২০২৫
  • জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: নাবালিকা কন্যার শ্লীলতাহানি! কয়েকজন যুবকদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন মা। সেই মামলা তুলে নেওয়ার জন্য হুমকি! মামলা না তোলায় শ্লীলতাহানির ‘শিকার’ নাবালিকা কন্যা ও তাঁর মাকে গাছে বেঁধে মারধর ও চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল অভিযুক্ত যুবকদের আত্মীয় ও প্রতিবেশীদের বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ গাইঘাটা থানা এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত ৩ জনকে আটক করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাইঘাটা থানার চাঁদপাড়া ফুলসড়া এলাকা বাসিন্দা এক নাবালিকা প্রতিবেশী যুবকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলে। নাবালিকার মা থানায় জানান, প্রতিবেশী যুবকরা নাবালিকার কাছে মদ খাওয়ার টাকা চান। সে তা না দেওয়ায় অশ্লীল আচরণ ও নাবালিকার গলার সোনা চেন ছিনিয়ে পালিয়ে যান যুবকরা। থানায় অভিযোগ জানায় নাবালিকার মা। গ্রেপ্তার করা হয় যুবকদের। পরে আদালত থেকে জামিন পান তাঁরা।

    অভিযোগ তারপর থেকে নাবালিকার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হতে থাকে। বাড়িতে টিকতে দেওয়া হবে না বলেও হুমকি আসে। এই আবহে আজ, অভিযুক্ত যুবকদের আত্মীয় ও প্রতিবেশীরা নাবালিকার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। মহিলার  দাবি, দরজা ভেঙে তাঁদের ঘর থেকে বার করে মোটা দড়ি দিয়ে আমগাছের সঙ্গে বেঁধে রাখা হয়। তারপর নাবালিকার মায়ের চুল কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ।

    নাবালিকার মা বলেন, “আমার নাবালিকা মেয়ের শ্লীলতাহানি করে যুবকরা। থানায় অভিযোগ জানাই। তারপর থেকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হতে থাকে। আজ, বুধবার সকালে ঘরের দরজা ভেঙে বার করে গাছে বেঁধে চুল কেটে নেওয়া হয়েছে। মাথায় আঘাত লেগেছে। থানায় অভিযোগ জানিয়েছি। ওদের শাস্তি চাই।” অভিযোগ পাওয়ার ৩ জনকে আটক করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)