SSC-র গ্রুপ সি ও ডি-র ‘যোগ্য’দের তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের
প্রতিদিন | ০৩ ডিসেম্বর ২০২৫
গোবিন্দ রায়: এবার গ্রুপ সি ও গ্রুপ ডি-র ‘যোগ্য’দের তালিকা প্রকাশের নির্দেশ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court)। ৮ ডিসেম্বরের আগেই বিস্তারিতভাবে এই তথ্য প্রকাশ করতে হবে। আজ, বুধবার বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন। ২০১৬ সালের শিক্ষক নিয়োগের প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরে কাদের নিয়োগ করা হয়েছিল? বিস্তারিত সেই তালিকা দিতে হবে। আগেই বিচারপতি অমৃতা সিনহা সেই নির্দেশ দিয়েছিলেন।
রাজ্যে এসএসসি (SSC) শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ২৬ হাজারের চাকরি গিয়েছিল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি পরীক্ষা হয়। একাদশ-দ্বাদশ ও নবম-দশমের ফলপ্রকাশ হয়েছে। নিয়োগ প্রক্রিয়ার জন্য কাজকর্মও চলছে বলে খবর। সেই আবহে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি-র পদে নিয়োগের আবেদন গ্রহণ চলছে। প্রথমে এই শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষার আবেদনের শেষ দিন ছিল আজ, অর্থাৎ ৩ ডিসেম্বর। তবে সেই সময়সীমা বাড়িয়ে ৮ ডিসেম্বর করা হয়েছে।
স্কুলের গ্রুপ সি-তে শূন্যপদ রয়েছে ২৯৮৯টি। ৫৪৮৮টি শূন্যপদ আছে গ্রুপ ডি-তে। আদালত আগেই কড়া নির্দেশ দিয়েছিল কোনওভাবেই ‘অযোগ্য’রা এই পরীক্ষায় বসার সুযোগ না পান। সেই অযোগ্যদের তালিকাও আদালতের নির্দেশে প্রকাশ করা হয়। এবার সেই স্বচ্ছতার প্রেক্ষিতেই গ্রুপ সি ও গ্রুপ ডি-র ‘যোগ্য’দের তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৬ সালের যোগ্য প্রার্থীদের বয়সে ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাঁরা যাতে পরীক্ষার জন্য আবেদন করতে পারেন, সেজন্য এই নির্দেশ দেওয়া হয়েছে।