• হুগলিতে সর্বদলীয় বৈঠক নির্বাচন কমিশনের পর্যবেক্ষকের
    আজকাল | ০৪ ডিসেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সর্বদলীয় বৈঠক করলেন হুগলি জেলার জন্য নিযুক্ত নির্বাচন কমিশনের অবজারভার ডঃ বিশ্বনাথ। হরিপাল,খানাকুল ও আরামবাগের বিএলও দের সঙ্গেও  বৈঠক করেন।

    সর্বদলীয় বৈঠকে তৃণমূল, বিজেপ্‌ সিপিআইএ,-সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।পর্যবেক্ষক বিশ্বনাথ বলেন, 'কতটা কাজ হয়েছে,সেটা জানতে চাওয়া হয় বিএলও দের কাছে।' যে কাজ বাকি আছে দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বেশিরভাগ ফর্ম ডিজিটাইজ হয়ে গেছে, যে গুলো বাকি আছে সেগুলো আজকের মধ্যে শেষ হয়ে যাবে। সূত্রের খবর তেমনটাই। পান্ডুয়ার একটি বুথে প্রোজেনি ম্যাপিং-এর প্রসঙ্গে বলেন, 'ওই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওই পার্টের বিএলও এইআরও আছেন, তাঁরা বিষয়টি দেখছেন। ওই বিষয় নিয়ে এনকোয়ারি হবে, কীভাবে এটা হয়েছে ডিও সেটা দেখবেন।' কোনও অভিযোগ হয়েছে কিনা সেই প্রসঙ্গে বলেন আগের যা অভিযোগ হয়েছে,সেগুলো ডিসপোজ করা হয়ে গিয়েছে বলে জানান। বলেন, 'যদি কোনও রাজনৈতিক দল অভিযোগ করেন আগামিদিনে, সেক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা হবে নিয়ম, পদ্ধতি মেনেই।' 

    হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, আমরা কয়েকটি অভিযোগ জানিয়েছি।বিএল ওরা অনেক সময় রাজনৈতিক দলের সাহচর্য নিচ্ছেন সেই বিষয়ে জানিয়েছি। পরবর্তী বৈঠকে বিস্তারিতভাবে আরও জানাব।'

    সিপিআইএম রাজ্য কমিটির সদস্য মনোদীপ ঘোষ বলেন, 'আমরা অভিযোগ করেছি কোনও বৈধ ভোটার যাতে বাদ না যায়। মৃত ও স্থানান্তরিত ভোটার যারা ডাবলিং ভোটার তাঁদের বাদ দিতে হবে। সব জায়গায় ঠিক ভাবে কাজ হচ্ছে না, সেটা নির্দিষ্ট ভাবে জানিয়েছি কোন বুথে এমন হচ্ছে।'

    তৃণমূলের প্রতিনিধি বিকাশ রায় বলেন, 'কোনও রাজৈতিক দল সেভাবে কোনও অভিযোগ করেনি। নির্বাচন কমিশনের অবজারভার, তিনিও সন্তোষ প্রকাশ করেছেন হুগলি জেলার কাজে। তারপরেও যদি কোনও ভূলত্রুটি থাকে তা কমিশনের নজরে আনতে হবে। সেসব খসড়া তালিকা প্রকাশের আগে ঠিক করে নেওয়া হবে।' 

    এর আগে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর জানায়, এবার এনুমারেশন ফর্মের তথ্য ডিজিটালি আপলোডের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। পূর্বে কোনওরকম ভুল সংশোধনের ব্যবস্থা না থাকলেও এবার নতুন করে ভোটার তালিকায় নাম ও তথ্য আপলোডের ক্ষেত্রে যদি কোনও ভুল ভ্রান্তি হয় তাহলে তা ঠিক করা যাবে এবং সেই সময়কাল আগামী ১১ই ডিসেম্বর। নির্ধারিত সময়ের মধ্যেই সবটা করতে হবে।

    অর্থাৎ ভোটারদের এনুমারেশান ফর্ম এর নাম ও বিস্তারিত তথ্য আপলোড করতে গিয়ে যদি কোনও ভুল ভ্রান্তি হয়ে যায় তা পুনরায় সংশোধন করা যাবে আগামী ১১ই ডিসেম্বরের মধ্যে। যে দায়িত্ব পূর্বে বিএলও আধিকারিকদের দেওয়া ছিল না, এবার সেই দায়িত্ব বা সুযোগ দেওয়া হল BLO দের, যাতে কাজে আরও স্বচ্ছতা আসে।
  • Link to this news (আজকাল)