• ঋণে জর্জরিত বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, চরমে পৌঁছল রাজ্য সরকারের বিমান খরচ
    বর্তমান | ০৪ ডিসেম্বর ২০২৫
  • ভোপাল,৩ ডিসেম্বর: ঋণে জর্জরিত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে সরকারের বিমান খরচ চরমে পৌঁছেচে। মুখ্যমন্ত্রী মোহন যাদবের আমলে ভাড়া করা বিমান ও হেলিকপ্টারের জন্য প্রতিদিন প্রায় ২১ লক্ষ টাকা করে ব্যয় হচ্ছে। শুধুমাত্র ২০২১-২০২৫ সাল পর্যন্ত বিমান বাবদ খরচ হয়েছে ২৯০ কোটি টাকা! এবছরেই বেসরকারি বিমান সংস্থাকে ৯০.৭ কোটি টাকার ভাড়া মিটিয়েছে বিজেপির ডবল ইঞ্জিন সরকার। এখনও পর্যন্ত যা বিমান খাতে সর্বোচ্চ খরচ।যেখানে ২০১৯ সালে ব্যয় হয়েছিল ১.৬৩ কোটি টাকা। সেখানে মাত্র ৪ বছরে প্রায় খরচ বেড়েছে প্রায় ৯০ গুণ।

    বিধানসভা চলাকালীন দুই কংগ্রেস বিধায়ক প্রতাপ ও পঙ্কজ উপাধ্যায়ের প্রশ্নের জবাবে এই তথ্য প্রকাশ্যে আসে। গত ২০ বছরে মধ্যপ্রদেশের ঋণ প্রায় ১৬ গুণ বেড়েছে। ২০,০০০ কোটি টাকা থেকে ৪.৬৪ লক্ষ কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে। ঋণের সুদ হিসেবে বছরে প্রায় ২৭,০০০ কোটি টাকা দিতে হচ্ছে রাজ্যকে। এমন অবস্থায় বিমানের জন্য বাড়তি খরচ করা বিলাসিতারই সামিল বলে মনে করছে কংগ্রেস। 
  • Link to this news (বর্তমান)