• ‘দেশবিরোধী কার্যকলাপ’, ভোপাল গ্যাস দুর্ঘটনায় মৃতদের স্মৃতি মিছিলে ‘হামলা’ বিজেপি-আরএসএস কর্মীদের
    প্রতিদিন | ০৪ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোপাল গ্যাস দুর্ঘটনার ৪১ বছর পূর্তি। সেই উপলক্ষে স্মৃতি মিছিলের আয়োজন করেছিল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের সংগঠন। তাতে দুটি কুশপুতুলকে কেন্দ্র করে বিতর্ক। মিছিলে অংশগ্রহণকারীদের উপর হামলার অভিযোগ উঠল আরএসএস-বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

    কেন এই বিতর্ক? আরএসএস-বিজেপি কর্মীদের দাবি, ওই মিছিলে দুটি কুশপুতুলকে ‘ভিলেন’ সাজানো হয়েছিল। ওই কুশপুতুলগুলি আরএসএস এবং বিজেপি কর্মীদের। যেভাবে ওই কুশপুতুলগুলি সাজানো হয়েছিল সেটা দেশবিরোধী, সংগঠন বিরোধী। ওই মিছিল ধর্মীয় ভাবগাবেগে আঘাত করা হয়েছে। এই অভিযোগে কিছু বিজেপি-আরএসএস কর্মী মিছিলে হামলা চালায় বলে অভিযোগ।

    পালটা মিছিলে অংশগ্রহণকারীদের দাবি, ওই কুশপুতুলের সঙ্গে আরএসএস বা বিজেপির কোনও যোগ নেই। এটা আসলে অভিযুক্ত সংস্থার মালিকদের কুশপুতুল। অহেতুক সংস্থাগুলিকে আড়াল করার চেষ্টা করছে শাসকদল। কিন্তু তাতে চিড়ে ভেজেনি। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। শেষে পুলিশ এসে ওই কুশপুতুলগুলি বাজেয়াপ্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ হেন সংবেদনশীল ইস্যুতে মিছিল। তাতে আরএসএস-বিজেপি কর্মীরা চড়াও হলেন কেন?

    ১৯৮৪ সালের ২ ডিসেম্বর মধ্যরাতে ইউনিয়ন কার্বাইড কারখানার বিষাক্ত গ্যাস ছড়িয়ে ঘটনার প্রথম সপ্তাহে মৃতের সংখ্যা আট হাজারে পৌঁছয়। তছনছ হয়েছিল প্রায় পাঁচ লক্ষ নাগরিকের জীবন। অভিযোগ, এখনও বহু মানুষ ওই ঘটনার কোনওরকম ক্ষতিপুরণ পায়নি।
  • Link to this news (প্রতিদিন)