তুঙ্গে হেমন্তের জোটবদলের জল্পনা, কোন শর্তে বিজেপির হাত ধরতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী?
প্রতিদিন | ০৪ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভাঙনের ইঙ্গিত ইন্ডিয়া জোটে। এবার এনডিএতে যোগ দিচ্ছেন হেমন্ত সোরেন? রাজনৈতিক মহলে গুঞ্জন ঝাড়খণ্ডে বইছে পালা বদলের হাওয়া। এবার সেই জল্পনা উস্কে দিয়েছে ঝাড়খণ্ডের রাজ্যপালের সফর। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বিজেপির সঙ্গে আলোচনা চলছে হেমন্ত সোরেনের। বিহারের নির্বাচনে জোটসঙ্গিদের সঙ্গে মনমালিন্যের পরেই বিজেপি-র দিকে ঝুঁকেছেন তিনি। মনে করা হচ্ছে ঝাড়খণ্ডের রাজনীতিতে দ্রুত উঠে আসা কল্পনা সোরেনকে কেন্দ্রে মন্ত্রী করার শর্তে এনডিএতে যোগ দিতে পারেন হেমন্ত, এমনটাই গুঞ্জন রাজনৈতিক মহলে।
মঙ্গলবার ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ গাঙ্গোয়ার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাক্ষাতের পরেই হেমন্তর জোট বদলের জল্পনা আরও বেড়েছে। সম্প্রতি স্ত্রী কল্পনাকে সঙ্গে নিয়ে বিজেপির এক শীর্ষ নেতার সঙ্গে দেখা করেছেন হেমন্ত। বিহার নির্বাচনে মহাগটবন্ধনের ভরাডুবির মধ্যেই নাকি সেই সাক্ষাৎ হয়েছে। এরপরেই সামনে এসেছে ঝাড়খণ্ডের রাজ্যপালের দিল্লি সফরের কথা। এতেই জল্পনা বেড়েছে রাজনৈতিক মহলে।
যদিও রাজ্যপাল গাঙ্গয়ারের সফরের খবর আগে জানানো হয়নি। সেই কারণেই বিজেপি-জেএমএম সম্ভাব্য জোট নিয়ে ক্রমবর্ধমান গুঞ্জনের মধ্যেই তাঁর সফরের খবর সামনে আস রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফল এবং জেএমএম নেতৃত্ব আইনি জটিলতার মুখোমুখি হওয়ার পরে ঝাড়খণ্ডের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বড় বদল ঘটেছে বলে মনে করা হচ্ছে। জেএমএম-এর ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী বিজেপির সঙ্গে তাঁদের রাজনৈতিক জোটের আলোচনা রাজ্যের রাজনীতিতে নাটকীয় পরিবর্তন ঘটাতে পারে বলে সকলের ধারণা।
বেশ কয়েকদিন থেকেই কংগ্রেসকে বিঁধছেন শিবু সোরেনপুত্র। বিহারের বিধানসভা নির্বাচন থেকে সরে দাঁড়ায় হেমন্তের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। তাদের অভিযোগ, কংগ্রেস এবং আরজেডির ‘রাজনৈতিক ষড়যন্ত্রের’ শিকার হয়েই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তবে এর যোগ্য জবাব দেওয়া হবে বলেও তোপ দেগেছিল ঝাড়খণ্ডে কংগ্রেসের জোটসঙ্গী দলটি। প্রথমে একা লড়ার সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত বিহারের বিধানসভা নির্বাচনে আর প্রার্থী দেয়নি জেএমএম।