• তৎকাল বুকিং-এ কালবাজারি রুখতে আরও একটি বড় পদক্ষেপ রেলের, নতুন নিয়মে বাড়বে স্বচ্ছতা?
    প্রতিদিন | ০৪ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বদল রেলের নিয়মে। আরও সহজ হল তৎকাল টিকিট কাটার পদ্ধতি। রিজার্ভেশন কাউন্টারে ওটিপি-র সাহায্যে তৎকাল টিকিট কাটার ব্যবস্থা চালু করা হবে। আগামী কয়েক দিনের মধ্যেই সব স্টেশনে এই ব্যবস্থা কার্যকর করা হবে বলে জানা গিয়েছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই বদলে বলে জানা গিয়েছে।

    জানা গিয়েছে, এই নতুন ব্যবস্থায় যাত্রীর মোবাইলে ওটিপি পাঠিয়ে তৎকাল টিকিট বুক করতে হবে যাতে শেষ সময়ে টিকিটের বণ্টনে কোনও অসাধু উপায় ব্যবহার না করা যায়। রেলমন্ত্রক ১৭ নভেম্বর এই ওটিপি ব্যবহার করে তৎকাল টিকিট কাটার ব্যবস্থা শুরু করে। পাইলট প্রকল্পে অল্প কিছুট্রেনের ক্ষেত্রে এই ব্যবস্থা চালু করা হয়। যদিও এই প্রকল্পে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েদ্রুত ৫২টি ট্রেনের ক্ষেত্রে এই ব্যবস্থা চালু করা হয়।

    এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আগামী দিনে সব ট্রেনেই রিজার্ভেশন কাউন্টারে ওটিপি ব্যবহার করে টিকিট কাটার ব্যবস্থা চালু করা হবে। তৎকাল টিকিট বুক করার সময় যাত্রীদের একটি মোবাইল নম্বর দিতে হবে। সেই মোবাইল নম্বরে পাঠানো ওটপ যাচাই করে তবেই টিকিট পাওয়া যাবে।

    রেল মন্ত্রকের দাবি এই ব্যবস্থায় শেষ মুহূর্তের তৎকাল বুকিং সিস্টেমের অপব্যবহার রোধ করা মূল লক্ষ্য। নতুন ব্যবস্থায় এজেন্টদের বদলে প্রকৃত যাত্রীরা অগ্রাধিকার পাবে এবং বুকিং প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং সুবিধাজনক হবে।

    জুলাই মাসে, মন্ত্রকের তরফে অনলাইন তৎকাল বুকিংয়ের জন্য আধার ব্যবহার করে ওটিপি যাচাই করা বাধ্যতামূলক করা হয়। যাত্রীদের, টিকিট বুকিংয়ের সময় দেওয়া মোবাইল নম্বর সক্রিয় রাখার পরামর্শ দেওয়া হয়েছে যাতে সমস্যা না হয়।
  • Link to this news (প্রতিদিন)