সংসদে মনরেগা ঝড়, অবিলম্বে রাজ্যের বকেয়া মেটানোর দাবি তৃণমূল সাংসদ জুন মালিয়ার
প্রতিদিন | ০৪ ডিসেম্বর ২০২৫
নন্দিতা রায়, নয়াদিল্লি: সংসদে ফের তীব্র ঝড় তুলল তৃণমূল কংগ্রেস। একশো দিনের কাজ প্রকল্প (মনরেগা)-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলার প্রায় দুই লক্ষ কোটি টাকার বকেয়া নিয়ে কেন্দ্রকে চাপে ফেলতে বুধবার থেকে সংগঠিত রণকৌশল নিয়ে নেমে পড়ল বাংলার শাসক দল। লোকসভায় একশো দিনের কাজের বকেয়া নিয়ে সরব হন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। রাজ্যসভায় প্রশ্ন তোলেন দোলা সেন।
এসআইআর নিয়ে আলোচনার দাবি যেমন সরকারকে মানতে হয়েছে, এবার মনরেগা বকেয়া ইস্যুকেও সামনে এনে নতুন আক্রমণাত্মক লড়াই শুরু করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সংসদীয় দল। অধিবেশন শুরুর আগে সকালে সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে মনরেগা-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে বাংলার বকেয়া মেটানোর দাবিতে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। এরপর লোকসভা ও রাজ্যসভা, দু’কক্ষেই মনরেগা সংক্রান্ত প্রশ্ন, তথ্য ও অভিযোগ নিয়ে সরব হন তাঁরা।
এদিন লোকসভায় জুন মালিয়ার বক্তব্য ছিল, “কলকাতা হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও মনরেগায় রাজ্যের প্রায় ৪৩ হাজার কোটি টাকার বেশি এখনও বকেয়া। এখনও এই প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। প্রকল্পের কাজও হচ্ছে না।” তৃণমূল সাংসদের অভিযোগ, “এটা কোনও প্রশাসনিক ঢিলেমি নয়। এটা আসলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং নাগরিকদের গণতান্ত্রিক অধিকারে আঘাত।” শুধু একশো দিনের কাজ নয়, এদিন জুন সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের টাকা অবিলম্বে মেটানোর দাবি জানিয়েছেন। তাঁর দাবি, কেন্দ্রর কাছে রাজ্যের প্রায় ২ লক্ষ কোটি টাকা বকেয়া। সেটা অবিলম্বে মেটানো হোক।
রাজ্যসভায় বাংলার বকেয়া নিয়ে দোলা সেন কথা বলতে শুরু করতেই মন্ত্রী জে পি নাড্ডা তীব্র প্রতিবাদে উঠে দাঁড়িয়ে তাঁর বক্তব্য রেকর্ড থেকে মুছে দেওয়ার দাবি জানান। মুহূর্তে উত্তেজনা বাড়ে। কংগ্রেস সভাপতি ও বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে নাড্ডার প্রতিবাদের পালটা যুক্তি তুলে ধরে বলেন, দোলা কোনও অসংসদীয় মন্তব্য করেননি। সরকার বেআইনিভাবে বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে। বিতর্ক চরমে উঠতেই তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বাংলায় বলা কথার অংশ অনেকেই বুঝতে পারেননি বলে ব্যাখ্যা দেন এবং ফের বাংলার বঞ্চনার বিষয়টি সামনে তোলেন। সূত্রের খবর, মনরেগা নিয়ে এই চাপ আন্দাজ করেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তৃণমূলের এক বর্ষীয়ান সাংসদকে আলাদা বার্তা পাঠিয়ে জানান, মনরেগা নিয়ে যদি আরও কোনও প্রশ্ন থাকে, তিনি ব্যক্তিগতভাবে উত্তর দেবেন।