অর্ণব আইচ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস! অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল পূর্ব যাদবপুর থানার পুলিশ। ধৃত ওই যুবকের নাম সন্দীপন গড়াই। ধৃতের বিরুদ্ধে নির্যাতিতা তরুণীর দেড় লক্ষ টাকার গয়না, নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। পুলিশের দাবি, এই ঘটনা নতুন নয়, ধৃতের বিরুদ্ধে এর আগেও এমন প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। এমনকী বিধাননগর থানায় মামলা রয়েছে বলেও দাবি। সমস্ত ঘটনা পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে। দফায় দফায় জেরা করা হচ্ছে অভিযুক্তকে।
নির্যাতিতা ওই তরুণী পূর্ব যাদবপুরের বাসিন্দা। গত একবছর আগে অভিযুক্ত সন্দীপনের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তরুণীর। পুলিশ সূত্রে খবর, নিজেকে একজন ইভেন্ট ম্যানেজার হিসাবে পরিচয় দিয়েছিলেন অভিযুক্ত। সময়ের সঙ্গে তাঁদের সম্পর্ক আরও গভীর হয়। দুজনেই একসঙ্গে থাকতে শুরু করেন। অভিযোগ, সেই সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস করেন অভিযুক্ত যুবক।
শুধু তাই নয়, এই সময় নির্যাতিতা তরুণীর কাছ থেকে একাধিক গয়না, নগদ হাতিয়ে নেয় বলে অভিযোগ। সম্প্রতি দুজনের সম্পর্কে ভাঙন ধরে। সেই সময় অভিযুক্ত যুবকের কাছ থেকে সমস্ত গয়না এবং নগদ টাকা ফেরানোর দাবি জানান ওই তরুণী। কিন্তু সে বিষয়ে ধৃত সন্দীপন কোনও কর্ণপাত করেনি বলে অভিযোগ। এমনকী এই বিষয়ে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি বলেই দাবি। এরপরেই সন্দীপনের বিরুদ্ধে পূর্ব যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।
জানা গিয়েছে, আজ বুধবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হয়। নির্যাতিতা তরুণীর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী অর্ঘ ঘোষ, রুদ্র ঘোষ এবং পীযূষ দে।