সন্দীপ আরজি করে যোগ দেওয়ার আগে থেকেই দুর্নীতিতে যুক্ত আখতার আলি, বিস্ফোরক দাবি সিবিআই চার্জশিটে
প্রতিদিন | ০৪ ডিসেম্বর ২০২৫
অর্ণব আইচ: সন্দীপ ঘোষ আরজি কর হাসপাতালে যোগ দেওয়ার বহু আগে থেকেই আখতার আলি ওই হাসপাতালে দুর্নীতির সঙ্গে যুক্ত। আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় পেশ করা আখতার আলি ও শশীকান্ত চন্দকের বিরুদ্ধে দ্বিতীয় তথা চূড়ান্ত চার্জশিটে এমনিই দাবি সিবিআইয়ের। এমনকী, এই চার্জশিটে সিবিআই রাজ্যের দু’জন ‘বিধায়কে’র নামও উল্লেখ করেছে বলে সিবিআই সূত্রের খবর। তাঁদের নামের পাশে ‘বিধানসভার সদস্য’ বলেই সিবিআই উল্লেখ করেছে বলে জানা গিয়েছে।
গত সোমবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে সিবিআইয়ের পক্ষ থেকে আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় আখতার আলি ও শশীকান্ত চন্দকের বিরুদ্ধে ওই চার্জশিট পেশ করা হয়। আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিই গত বছর আরজি করে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। ওই চার্জশিটে সিবিআই স্পষ্ট উল্লেখ করেছে যে, সন্দীপ ঘোষ আর জি কর হাসপাতালে অধ্যক্ষের পদে যোগ দেওয়ার বহু আগে থেকেই আখতার আলি ওই হাসপাতালে দুর্নীতির সঙ্গে যুক্ত। নিজের পদে থেকে একাধিক ভেন্ডারের কাছ থেকে তিনি ঘুষ নিয়েছেন।
আখতার আলির ভূমিকা সম্পর্কে সিবিআই চার্জশিটে জানিয়েছে যে, তিনি আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ‘গ্লাভসেই হাত ঢুকিয়ে’ সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন। আখতারের বিরুদ্ধে একাধিক ভেন্ডর সন্দীপ ঘোষের কাছে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। কিন্তু সন্দীপ ঘোষ তা যাচাই করেননি। তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থাও নেননি। উল্লেখ্য, সন্দীপ ঘোষের দুর্নীতির বিরুদ্ধে আখতার আলিই সোচ্চার হয়ে অভিযোগ তুলেছিলেন। কিন্তু চার্জশিটে সিবিআই স্পষ্ট জানিয়েছে যে, আখতার আলির দুর্নীতির কারণেই তাঁকে মামলায় সাক্ষী করা হয়নি।
এই চার্জশিটে সিবিআই রাজ্যের দু’জন ‘বিধায়কে’র ভূমিকাও উল্লেখ করেছে। সিবিআইয়ের দাবি, টানা পাঁচ বছরের জন্য আর জি করের ভিতর একটি কাফের বরাত পেতে এক মহিলার সই নকল করে আবেদন করা হয়। ওই দুই বিধানসভার সদস্য আবেদনটি ‘ফরওয়ার্ড’ করে দেন বলে চার্জশিটে উল্লেখ সিবিআইয়ের। যদিও তাঁদের ব্যাপারে এর থেকে বেশি কোনও তথ্য সিবিআই উল্লেখ করেনি চার্জশিটে। এ ছাড়াও আখতার আলি এই মামলায় দুই ধৃত ভেন্ডর বিপ্লব সিংহ ও সুমন হাজরার সঙ্গে ষড়যন্ত্র করে আর্থিক দুর্নীতি করেছেন বলে চার্জশিটে সিবিআই দাবি করেছে। চার্জশিটে অন্য অভিযুক্ত শশীকান্ত চন্দকও সই জালিয়াতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছে সিবিআই।