• ছত্তিশগড়ের বিজাপুরে নিকেশ ১২ মাওবাদী, শহিদ ৩ জওয়ান
    বর্তমান | ০৪ ডিসেম্বর ২০২৫
  • বিশেষ সংবাদদাতা, রায়পুর: ছত্তিশগড়ের বিজাপুরে ১২ জন মাওবাদীকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী। মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে বুধবার শহিদ হয়েছেন বিজাপুর ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) তিন জওয়ান। এঁদের মধ্যে রয়েছেন হেড কনস্টেবল মনু বাদাদি এবং দুই কনস্টেবল— দুকারু গোন্ডে এবং রমেশ সোদি। জখম হয়েছেন দুই জওয়ান। তাঁরা আপাতত বিপন্মুক্ত বলে জানানো হয়েছে। 

    পুলিশ সূত্রে খবর, মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে সকাল ন’টা নাগাদ দান্তেওয়ারা এবং বিজাপুর সীমানার গাঙ্গালুরের জঙ্গলে অভিযান শুরু করে ছত্তিশগড় পুলিশের দুই শাখা বিজাপুর ও দান্তেওয়ারা জেলার ডিআরজি এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। সঙ্গে ছিল সিআরপিএফের এলিট কোবরা বাহিনী। আচমকা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। বাহিনীর পালটা গুলিতে মৃত্যু হয় ১২ মাওবাদীর। পুলিশের আইজি (বস্তার রেঞ্জ) সুন্দররাজ পট্টিলিঙ্গম বলেন, উদ্ধার হওয়া ১২ মাওবাদীদের দেহ এখনও শনাক্ত করা যায়নি। ঘটনাস্থল থেকে এসএলআর, ইনসাস, থ্রি নট থ্রি রাইফেল সহ বহু অস্ত্র উদ্ধার হয়েছে। বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব বলেন, এখনও সংঘর্ষ চলছে। নতুন করে আরও বাহিনী পাঠানো হয়েছে। এনিয়ে চলতি বছরে ছত্তিশগড়ে খতম হয়েছে ২৭৫ জন মাওবাদী। শুধু বস্তার ডিভিশনেই মৃত্যু হয়েছে ২৪৬ জনের। এছাড়া রায়পুর ডিভিশনে ২৭ জন এবং দুর্গ ডিভিশনে নিকেশ হয়েছে দু’জন। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে দেশকে মাওবাদী সন্ত্রাস মুক্ত করার ডাক দিয়েছে কেন্দ্র। সেই লক্ষ্যেই অভিযানের তীব্র করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)