নয়াদিল্লি: কেউ বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা বসে নখ কামড়াচ্ছেন। কেউ বাড়ি থেকে বেরিয়ে খবর পেলেন- বিমান বাতিল হয়েছে। কোনও যাত্রী আবার বিমান বন্দর চত্বরে দাঁড়িয়েই তীব্র ক্ষোভ উগরে দিলেন। বেঙ্গালুরু, কলকাতা, মুম্বই। বুধবার দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে এভাবেই হেনস্তার শিকার হাজার হাজার যাত্রী। পর্যাপ্ত বিমান কর্মীর অভাব ও যান্ত্রিক ত্রুটি। এর জেরেই এদিন বাতিল হয়ে গেল ইন্ডিগোর ২০০টি বিমান। আরও অনেকগুলি বিমানের অবতরণ ও উড়ানের ক্ষেত্রেও অনেকটাই দেরি হয়েছে। আর এনিয়েই যাত্রী অসন্তোষ তুঙ্গে। বিকেল ৩টে পর্যন্ত শুধুমাত্র কলকাতা বিমানবন্দরেই দেরিতে পৌঁছেছে ৪০টি বিমান। ৬০টি বিমানের উড়ানে দীর্ঘ সময় লেগেছে। একইসঙ্গে ১০টি বিমান অবতরণ করতে পারেনি। বাতিল হয়েছে ৮টি উড়ান। এনিয়ে এক বিবৃতিতে সংশ্লিষ্ট বিমানসংস্থার তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটি ও পর্যাপ্ত বিমানকর্মীর অভাবে বেশ কিছু বিমান বাতিল হয়েছে। একাধিক বিমান দেরিতেও চলছে। বিমানের ওঠা-নামার ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে। গত কয়েকদিনে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। দ্রুত সমাধানের চেষ্টা চলছে।