• বিজেপির সঙ্গে জোট করবেন হেমন্ত? জল্পনা
    বর্তমান | ০৪ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: ইন্ডিয়া জোটে ভাঙনের আশঙ্কা। এনডিএ জোটে যোগ দিতে পারে হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। বিহারে বিরোধী জোটের শোচনীয় পরাজয়ের পরই এবার পাশের রাজ্যে নতুন জোট অঙ্ক তৈরি হচ্ছে বলে দাবি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও তাঁর স্ত্রী কল্পনা সোরেন দিল্লিতে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে খবর। এরপরই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কেউ কেউ দাবি করছেন, বিজেপি ও জেএমএমের মধ্যে ইতিমধ্যেই সমঝোতার বিষয়টি চূড়ান্ত হয়ে গিয়েছে। এদিকে জল্পনার মধ্যেই ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ গঙ্গোওয়ার দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। জল্পনা, ইডির তদন্ত থেকে বাঁচতেই এবার শিবির পালটাতে চাইছেন হেমন্ত। সূত্রের খবর, আগামী 

    বছর হয়ত হেমন্তর বাবা প্রয়াত 

    শিবু সোরেনকে ভারত রত্ন সম্মান দেবে কেন্দ্র।

    ৮১ আসনের ঝাড়খণ্ডের ম্যাজিক ফিগার ৪১। এই মুহূর্তে জেএমএমের দখলে রয়েছে ৩৪ আসন। তাদের সহযোগী কংগ্রেসের ১৬, আরজেডির ৪ ও সিপিআইএমএলের ২টি আসন রয়েছে। জেএমএম এনডিএ শিবিরে যোগ দিলে বিজেপির ২১ আসন ধরে মোট আসন হবে ৫৮। এই সংখ্যা আরও বাড়তে পারে। কারণ সদনে এখন কংগ্রেসের ১৬ জন বিধায়ক রয়েছেন। অপারেশন লোটাসের মাধ্যমে হাত শিবিরের ১১ বিধায়ককে ভাঙিয়ে আনতে পারে বিজেপি। সেটা সম্ভব হলে এনডিএ জোটের আসন আরও বাড়বে।

    এর আগেও জোট বেঁধেছিল জেএমএম ও বিজেপি। তবে তা কখনওই থিতু হতে পারেনি। ২০১০ থেকে ২০১৪’র মধ্যে একাধিকবার বিজেপির উপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে জেএমএম। - ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)