• দিল্লির পুরভোটে ২ আসন হাতছাড়া বিজেপির, উঠল ‘ভোটচুরি’র অভিযোগও
    বর্তমান | ০৪ ডিসেম্বর ২০২৫
  • সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি: একের পর এক রাজ্য নির্বাচন। মহারাষ্ট্র, কর্ণাটক, হরিয়ানা এবং বিহার। সর্বত্রই বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করেছে বিরোধীরা। এবার দিল্লি পুরসভার মাত্র ১২টি ওয়ার্ডের নির্বাচনের ফলাফল প্রকাশের পর ফের বিরোধীরা বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছে। বুধবার দিল্লি পুরসভার ১২ ওয়ার্ডের সম্প্রতি হয়ে যাওয়া নির্বাচনের ফলপ্রকাশ হয়। সেখানে বিজেপি ৭টি আসনে জয় পেলেও বড়সড় রাজনৈতিক ধাক্কা খেয়েছে। কারণ ১২ আসনের মধ্যে বিজেপির দখলে ছিল ৯টি আসন। অর্থাৎ বিজেপির হাতছাড়া হয়েছে দুটি ওয়ার্ড। আম আদমি পার্টির অভিযোগ, একটি ওয়ার্ডে তাদের দলের প্রার্থী মোট ১০ রাউন্ডের পর জয়ী হয়ে যাওয়া সত্ত্বেও আবার পুনর্গণনা হয়। এবং বিজেপি প্রার্থী পুনর্গণনায় জয়ী ঘোষিত হয়ে যান। ৪০৫ ভোটের ব্যবধানে ওই প্রার্থী জিতেছেন। ১২ ওয়ার্ডের মধ্যে তিনটি আসনে জয়ী হয়েছে আম আদমী পার্টি। একটি আসনে জয় ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। আর একটি আসন পেয়েছে ফরওয়ার্ড ব্লক। কংগ্রেস একটি আসন পাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ কংগ্রেস যে আবার দিল্লিতে গ্রহণযোগ্য হচ্ছে এই ফল তার প্রমাণ। একইভাবে ভোটের বিশ্লেষণে দেখা যাচ্ছে, যদি এই ভোটেও ইন্ডিয়া জোটের মধ্যে আসন সমঝোতা হত, তাহলে সিংহভাগ আসনেই বিজেপির পরাজয় ঘটত। কারণ আম আদমি পার্টি ও কংগ্রেসের মধ্যে বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি হয়ে গিয়েছে। সেই সুযোগে জয়ী হয়েছে বিজেপি। বিজেপি জয়ী হয়েছে শালিমার বাগ, অশোক বিহার, চাঁদনী চক, দ্বারকা, ডিচাও কালান, গ্রেটার কৈলাশ এবং বিনোদ নগরে। আপ যে তিন আসনে জয়ী হয়েছে সেগুলি হল,নারায়ণা, দক্ষিণপুরী ও মুন্ডকা। ফরওয়ার্ড ব্লক জয়ী হয়েছে পুরনো দিল্লির চাঁদনী মহল ওয়ার্ডে। সঙ্গম বিহার আসন দখল করেছে কংগ্রেস। এই ১২ ওয়ার্ডের নির্বাচনের পর দিল্লি পুরসভায় বিজেপির আসন সংখ্যা হল ১২২। আপের দখলে থাকল ১০২টি। কংগ্রেসের ৯ টি আসন। ফরওয়ার্ড ব্লক ও নির্দল একটি করে আসন। ২৫০ আসনের মধ্যে এখনও কোনও দলের একক গরিষ্ঠতা নেই। একক বৃহত্তম দল হিসেবে পুরসভায় ক্ষমতায় বিজেপি। ছবি: পিটিআই
  • Link to this news (বর্তমান)