• ‘কোল্ড ড্রিংক খেয়ে অটো সরাচ্ছি’, চালকের কথা শুনেই দোতলা থেকে গুলি, আটক বৃদ্ধ
    বর্তমান | ০৪ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার রাত তখন প্রায় ১০টা। সিঁথির হরেকৃষ্ণ শেঠ লেন প্রায় শুনশান। এই রাস্তার পাশেই ব্যবসায়ী উমেশ সামন্তর বাড়ি। এক অটোচালক সেই বাড়ির দরজার সামনে অটো দাঁড় করিয়ে কোল্ড ড্রিংক কেনার জন্য পাশের দোকানে যাচ্ছিলেন। ব্যালকনি থেকে উমেশবাবু তা দেখতে পান। দরজার সামনে অটো দেখেই চিৎকার করে ওঠেন, ‘এখানে অটো রাখা যাবে না। এক্ষুণি সরান’। চালক মাথা তুলে আশি ছুঁইছুঁই উমেশবাবুকে দেখে বলেন, ‘মিনিট দশেকের মধ্যে আসছি। কোল্ড ড্রিংক খেয়ে এসেই অটো সরাচ্ছি।’ তারপর আর কথা বাড়াননি উমেশবাবু! সোজা ঘরে ঢুকে যান। বেরিয়ে আসেন ০.৩২ বোরের একটি লাইসেন্সপ্রাপ্ত রিভলভার নিয়ে! ব্যালকনিতে এসে শূন্যে গুলি ছোড়েন তিনি। প্রাণভয়ে তড়িঘড়ি অটো সরিয়ে নেন চালক। সাধের কোল্ড ড্রিংক মাথায় ওঠে! রাতে অবশ্য আর কিছু ঘটেনি। ঘটনার কথা জানতে পেরে বুধবার সকাল ১০টা নাগাদ হরেকৃষ্ণ শেঠ লেনে পৌঁছয় পুলিশ। উমেশবাবুকে আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয় উমেশবাবুর আগ্নেয়াস্ত্র সহ ১২টি কার্তুজ। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিঁথির ওই দোতলা বাড়িতে উমেশবাবু সপরিবারে থাকেন। তাঁর একাধিক ব্যবসা রয়েছে। বয়সের কারণে তাঁর ছেলেই এখন সেগুলি দেখভাল করছেন। ব্যবসার সূত্রে বিভিন্ন সময় উমেশবাবুর উদ্দেশে নানা ধরনের হুমকি আসছিল। তাই নিরাপত্তার স্বার্থে তিনি অনেকদিন আগেই আগ্নেয়াস্ত্রের জন্য লালবাজারে আবেদন করেন। সমস্ত দিক খতিয়ে দেখার পর পুলিশ নিশ্চিত হয় যে উমেশবাবুর উপর ‘থ্রেট’ রয়েছে। তাঁর আবেদন মঞ্জুর করা হয়। লাইসেন্স পাওয়ার পর তিনি ০.৩২ বোরের রিভলভার কেনেন। তদন্তে জানা যায়, প্রবীণ ব্যবসায়ী সবসময় নিজের ঘরেই আগ্নেয়াস্ত্রটি রাখতেন। মঙ্গলবার রাতে সেই রিভলভারই তিনি বার করে আনেন এবং শূন্যে এক রাউন্ড গুলি চালান। কেন তিনি গুলি চালিয়েছিলেন, পুলিশ অফিসারদের তার ব্যাখ্যাও দেন উমেশবাবু। তাঁর দাবি, কেউ না কেউ বাড়ির সামনে প্রায়শই অটো, বাইক বা গাড়ি রেখে চলে যাচ্ছে। সেগুলি ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে। বারবার বলেও কোনও কাজ হয়নি। তাই তিতিবিরক্ত হয়ে তিনি গুলি চালিয়ে বসেছেন। অটো চালকের কাছেও গোটা ঘটনা শোনেন তদন্তকারীরা। পরে তাঁরা নিশ্চিত হন যে ভয় দেখাতেই গুলি চালিয়েছেন ওই ব্যবসায়ী। উমেশবাবুকে থানায় ডেকে পাঠিয়ে তাঁর লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র ও গুলি বাজেয়াপ্ত করা হয়। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে তাঁর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে বলেই পুলিশ সূত্রে খবর। 
  • Link to this news (বর্তমান)