• বিধাননগরে লাইফ সার্টিফিকেট আপডেটের ফাঁদ, প্রতারিত খোদ অবসরপ্রাপ্ত পুলিশকর্তা
    বর্তমান | ০৪ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: পেনশনের জন্য লাইফ সার্টিফিকেট আপডেটের নাম করে শুরু হয়েছে নয়া প্রতারণা। সেই ফাঁদে পা দিয়ে ইতিমধ্যেই গত একমাসে বিধাননগরে তিনজন প্রতারিত হয়েছেন। তাঁরা প্রত্যেকেই খুইয়েছেন কয়েক লক্ষ টাকা। এবার এই লাইফ সার্টিফিকেট আপডেটের ফাঁদে পা দিয়ে প্রতারিত হলেন অবসরপ্রাপ্ত এক অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (এসিপি)! ডট এপিকে ফাইল ইনস্টল করিয়ে তাঁর অ্যাকাউন্ট থেকে সাত দফায় প্রায় ৪১ হাজার টাকা লোপাট করেছে প্রতারকরা। ওই অবসরপ্রাপ্ত আধিকারিক বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা বেশিরভাগ ক্ষেত্রেই প্রবীণ নাগরিকদের টার্গেট করে। তা ব্যাংকে কেওয়াইসি আপডেটের ফাঁদ হোক কিংবা ডিজিটাল অ্যারেস্ট। সম্প্রতি, লাইফ সার্টিফিকেট নিয়েও প্রবীণদের সর্বস্বান্ত করছে তারা। প্রতারকরা ফোন করে ‘সংশ্লিষ্ট বিভাগ থেকে বলছি’— এই কথা বলছে। তারপর অনলাইনে পেনশনের জন্য লাইফ সার্টিফিকেট আপডেট করার পরামর্শ দিচ্ছে। তারা অ্যাকাউন্টের যাবতীয় নথি হাতাতে একটি ডট এপিকে ফাইল পাঠাচ্ছে এবং তা ইনস্টল করতে বলা হচ্ছে। অনেকেই বিশ্বাস করে তা ইনস্টল করতেই হ্যাক হয়ে যাচ্ছে ফোন। নিয়ন্ত্রণ চলে যাচ্ছে প্রতারকদের হাতে।

    প্রতারিত এসিপির বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। তিনি বর্তমানে নিউটাউনে থাকেন। গত ১ ডিসেম্বর তিনি প্রতারকদের খপ্পরে পড়েন। প্রতারকরা তাঁকে ফোন করে ডট এপিকে ফাইল পাঠায়। তারপর তিনি তা ইনস্টল করেন। প্রতারকরা তাঁকে ব্যাংকের প্রতিনিধি বলে পরিচয় দিয়েছিল। তাই বিশ্বাস করে ফেলেন তিনি। প্রতারকরা তাঁকে চারটি পৃথক নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একাধিকবার কল করেন। তারপর ওই ব্যক্তি দেখেন, তাঁর অ্যাকাউন্ট থেকে সাতবার টাকা তোলা হয়েছে। মোট ৪১ হাজার ২৯৬ টাকা খুইয়েছেন তিনি। মঙ্গলবার তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও সাইবার বিশেষজ্ঞদের দাবি, অপরিচিত কাউকে ফোনে ব্যক্তিগত কোনও নথি শেয়ার করবেন না। ডট এপিকে ফাইল ইনস্টলেও সচেতন থাকতে হবে। অসতর্ক হলেই বিপদ।
  • Link to this news (বর্তমান)