• মরিচা ঝিলে নয়া পিকনিক স্পট প্রশাসনের, এই সপ্তাহে উদ্বোধন
    বর্তমান | ০৪ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: এবার আমডাঙায় তৈরি হচ্ছে পর্যটন ক্ষেত্র ও পিকনিক স্পট। ব্লকের অন্তর্গত মরিচা ঝিলে প্রতি শনি ও রবিবার বসবে হাট। পাশাপাশি পিকনিক করার সুযোগ সহ নিরিবিলিতে সময় কাটানোর জন্য ঝিলটি বিশেষভাবে তৈরি করেছে প্রশাসন। ৫ ডিসেম্বর ঝিলের পিকনিক স্পটের উদ্বোধন হবে। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙার বর্তির বিলের মনোরম পরিবেশ দেখতে দূরদূরান্তের মানুষ ভিড় জমান। শীত পড়লেই এই ভিড়টা আরও বৃদ্ধি পায়। এই বিলকে নতুন করে সাজিয়ে তোলার কাজ চলছে। আসতে শুরু করেছে পরিযায়ী পাখিও।

    এবার আমডাঙা পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে মরিচা গ্রাম পঞ্চায়েতের মরিচা ঝিলকে সাজিয়ে তোলা হচ্ছে। তৈরি করা হয়েছে পিকনিক স্পট। পাশাপাশি শনি ও রবিবার এখানে বসবে বিশেষ হাট। শান্তিনিকেতনের খোয়াই হাটের আদলে এখানে দোকান থাকবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাঁদের উৎপাদিত সামগ্রী এখানে বিক্রি করবেন। একইসঙ্গে চারটি দল যৌথভাবে পিকনিক করতে পারবে। এই ঝিলে শুধু পিকনিক করা নয়, থাকছে বোটিং ও মাছ ধরার ব্যবস্থাও।

    ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, একটা সময় বেহাল অবস্থায় পড়েছিল প্রায় ৩০ বিঘার মতো এই ঝিল। তাই এটি সংস্কার করে ব্যবহারযোগ্য করে তোলা হচ্ছে। এতে একদিকে যেমন সরকারি সম্পত্তি রক্ষা হল, পাশাপাশি আয়ও হবে প্রশাসনের। 

    এই কাজের জন্য মোট খরচ হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা। ঝিলের পাশে রয়েছে বিভিন্ন ফলের গাছ। মানুষ সেখান থেকে ফলও কিনতে পারবে। এ বিষয়ে আমডাঙার বিডিও নবকুমার দাস বলেন, ৫ ডিসেম্বর পিকনিক স্পটের উদ্বোধন হবে। পাশাপাশি শনিবার ও রবিবার দু’দিন করে হাট বসবে। একটি ছড়াও তৈরি হয়েছে– হাট বসেছে শনিবারে, মরিচা ঝিলের পূর্ব পাড়ে। ভিতরে থাকবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পরিচালিত রেস্তরাঁও। আশা করি এখানে এসে মানুষ অন্যরকম অনুভূতি পাবে। অন্যদিকে স্থানীয় বাসিন্দা রবি কর, ফিরোজ মণ্ডলরা বলেন, এই ঝিল একটা সময় দুষ্কৃতীদের আড্ডা হয়েছিল। প্রশাসন এটাকে সংস্কার করায় এলাকার চিত্র বদলে যাবে। পাশাপাশি এর সঙ্গে যুক্ত মহিলারা আরও স্বনির্ভর হবেন।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)