ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে ঢাকা-সহ ওপার বাংলার একাধিক অংশে কম্পন অনুভূত হয়। যদিও কম্পনের তীব্রতা খুব একটা বেশি ছিল না। কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত সামনে আসেনি।
১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস কম। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ।
দু'দিনের জন্য ভারত সফরে আসতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এ দিন সন্ধ্যায় দিল্লিতে এসে পৌঁছবেন। তাঁর নিরাপত্তার জন্য দিল্লিতে মুড়ে ফেলা হয়েছে সুরক্ষার ঘেরাটোপে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।
বৃহস্পতিবার মুর্শিদাবাদে জনসভা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে যখন এসআইআর চলছে, সেই সময়ে মুর্শিদাবাদ থেকে তিনি কী বার্তা দেন, সেই দিকে নজর দল-সহ রাজনৈতিক মহলের।