আজকাল ওয়েবডেস্ক: ঘূর্ণাবর্ত কাটতেই পারদ নামতে শুরু করল। যদিও ভোরে কুয়াশা থাকছে। তবে বেলা বাড়লেই আকাশ পরিস্কার হতে শুরু করছে।
হাওয়া অফিস জানিয়েছে, এবার ধীরে ধীরে পারদ নামবে। যদিও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এখনও জাঁকিয়ে শীতের দেখা নেই। তবে কাঁপিয়ে শীত পড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আর মাত্র দু’দিন পরই প্রবল ঠান্ডা পড়তে পারে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ঠান্ডা বিশেষ না পড়লেও দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে।
বৃহস্পতিবার সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢেকেছিল রাজ্যের প্রতিটি জেলা। রাতের দিকেও খানিকটা কুয়াশা থাকবে। বেলা বাড়লে ঝলমলে রোদের দেখা মিলবে। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই ভোরে ছিল ঘন কুয়াশা।
এদিকে, হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় ১৫ ডিগ্রির নীচে পারদ নামার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরের জেলাগুলিতে ইতিমধ্যে ঠান্ডা রয়েছে। সপ্তাহের শেষে তাপমাত্রা আরও নামতে পারে।
হাওয়া অফিসের মতে, চলতি সপ্তাহে পারদ তো নামবেই, সঙ্গে আবহাওয়া থাকবে শুষ্ক। অর্থাৎ বঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। অপরদিকে, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা রয়েছে ১২ থেকে ১৩ ডিগ্রির ঘরে। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত এই ঠান্ডা বজায় থাকবে। আগামী কয়েকদিনে শহরের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা। শুক্র থেকে শনিবার নাগাদ কলকাতার পারদ নেমে যেতে পারে প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসে। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা অনেক বেশি থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস থাকছেই না। পশ্চিমের জেলায় তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।