৩ দিনে চারটি পথ দুর্ঘটনা! ওসিদের সক্রিয় হতে নির্দেশ ডিসি ট্রাফিকের
বর্তমান | ০৪ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি,কলকাতা: ডিসেম্বর মাসের শুরুতে প্রথম তিনদিনে চারটি পথ দুর্ঘটনা ঘটল কলকাতা শহরে! উদ্বিগ্ন লালবাজার যে কোনও মূল্যে পথ দুর্ঘটনা বন্ধ করতে নিদান দিয়েছে। বুধবার দুপুরে লালবাজারে কলকাতার ২৫টি ট্রাফিক গার্ডের ওসিকে এই নির্দেশ দিয়েছেন কলকাতার ডিসি (ট্রাফিক) ওয়াই এস জগন্নাথ রাও।
চলতি মাসের শুরুতেই পরপর পথ দুর্ঘটনা এবং প্রাণহানিতে অস্বস্তি বেড়েছে ট্রাফিক পুলিশের কর্তাদের। ঘটনাচক্রে, বুধবার সাতসকালে স্কুল যাওয়ার পথে ফুলবাগানে লরির ধাক্কায় গুরুতর জখম হয়েছে এগারো বছরের স্কুল ছাত্র। আবার, এদিন সকালে ডায়মন্ডহারবার রোডে সখেরবাজার মেট্রোর স্টেশনের কাছে বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার, দুটি বাইককে পরপর ধাক্কা মারে। এতে এক বাইক চালক গুরুতর জখম হয়েছেন। তাই পরিস্থিতি সামাল দিতেই ট্রাফিক কর্তাদের এই সক্রিয়তা বলে মনে করছে পুলিশের একাংশ। উল্লেখ্য, বুধবার দুপুরে শহরের ২৫টি ট্রাফিক গার্ডের সব ওসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনারদের সঙ্গে শহরের ট্রাফিক নিয়ে প্রায় পৌনে দু’ঘণ্টা বৈঠক করেন কলকাতা পুলিশের ডিসি (ট্রাফিক) ওয়াই এস জগন্নাথ রাও।
বৈঠকে উপস্থিত কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, ‘উৎসবের মরশুম কার্যত শুরু হয়ে গিয়েছে। প্রতিবারই এই সময় পথ দুর্ঘটনা বেড়ে যায় কলকাতা শহরে। তাই আগাম সতর্কতা হিসেবে, এখন থেকেই পথ দুর্ঘটনা বন্ধে কলকাতার ট্রাফিক গার্ডগুলিকে সক্রিয় হতে হবে। এই সময় চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, পার্ক স্ট্রিটে প্রচুর মানুষ ভিড় জমান। তাই রাস্তাতে ট্রাফিক পুলিশের উপস্থিতি যাতে নজরে আসে তা নিশ্চিত করতে হবে।
প্রতিবারই ক্রিসমাস ইভ, বড়োদিন, বর্ষবরণের সময় কলকাতা শহরে বাইক রেসিং, মদ্যপ অবস্থায় বাইক চালানো, বাইকে ট্রিপল রাইডিং, বেপরোয়া গতি বাইক বা গাড়ি চালানোর প্রবণতা বৃদ্ধি পায়। তাই বৈঠকে এই বেপরোয়া চালকদের বিরুদ্ধে ট্রাফিক গার্ডগুলিকে আইনানুগ কড়া ধারায় ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রয়োজনে আইনভঙ্গকারী বাইক বা গাড়ি বাজেয়াপ্ত করতে হবে বলে নির্দেশ দিয়েছেন ট্রাফিক কর্তা। পাশাপাশি, বেআইনি পার্কিং এবং নো পার্কিংয়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে