• স্কুটারে চেপে হার ছিনতাই, ট্যাংরার দুই যুবক ধৃত
    বর্তমান | ০৪ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাইকপাড়ায় স্কুটারে চেপে মহিলার গলা থেকে সোনার হার ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই কিনারা করলেন লালবাজারের ছিনতাই দমন শাখার গোয়েন্দারা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে লালবাজার। ধৃতরা হল, আব্দুল ইনাম ওরফে কালু (২৭) এবং মহম্মদ পারভেজ ওরফে পদি (২৩)। ধৃতরা ট্যাংরার ডিসি দে রোডের বাসিন্দা। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন।

    ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকাল সোয়া ন’টা নাগাদ। টালা থানা এলাকার রাজা মণীন্দ্র রোড ধরে এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বছর পঞ্চাশের কবিতা পাল। হঠাৎ পিছন থেকে কালো রঙের স্কুটিতে চেপে এসে দুই দুষ্কৃতী কবিতাদেবীর গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে বি টি রোডের দিকে পালায় বলে অভিযোগ। তদন্তে নামে পুলিশ। লালবাজার সূত্রের খবর, তদন্তে নেমে পরপর পাইকপাড়া থেকে বরানগর পর্যন্ত মোট ৩০টি সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে কিছু সূত্র হাতে আসে লালবাজারের। এরপর বিকেল ৫টার মধ্যে ট্যাংরার বাসিন্দা দুই যুবক গ্রেফতার হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে খোয়া যাওয়া সোনার হারটি উদ্ধার করেছে লালবাজার।
  • Link to this news (বর্তমান)