নজরে প্রতিরক্ষা থেকে বাণিজ্য, ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম ভারত সফরে পুতিন
প্রতিদিন | ০৪ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব ঠিক থাকলে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে পৌঁছবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এবং অপারেশন সিঁদুরের পরে পুতিনের প্রথমবারের ভারত সফর একাধিক কারণে তাৎপর্যপূর্ণ। দু’দিনের সফরে প্রতিরক্ষা, বাণিজ্য, শক্তি, কর্মসংস্থান এবং রুশ-ইউক্রেন যুদ্ধে ভারতের কূটনৈতিক অবস্থান ইত্যাদি বিষয়ে কথা হবে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নৈশভোজেরও কথা রয়েছে রুশ প্রেসিডেন্টের।
সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন পুতিন। এদিন রাতেই মোদির সঙ্গে নৈশভোজের কথা তাঁর। ২০২৪ সালের জুলাই মাসে একইভাবে মোদির রুশ সফরের প্রথম দিন রাতে নৈশভোজের ব্যবস্থা করেছিলেন পুতিন। নৈশভোজে গুরুত্বপূর্ণ বিষয়গুলির বদলে হালকা চালে সম্পন্ন হবে বলেই জানা গিয়েছে। পরদিন অর্থাৎ শুক্রবার থেকে অনুষ্ঠানিক ভাবে বৈঠক এবং সভায় অংশ নেবেন পুতিন। তার আগে শুক্রবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাবেন। এরপর ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন রুশ প্রেসিডেন্ট। রাজধানীর হায়দরাবাদে হাউসে অনুষ্ঠিত হবে এই সম্মেলন।
শীর্ষ সম্মেলনে ভারত ও রাশিয়া বিভিন্ন প্রতিরক্ষা প্রকল্পে নতুন করে সহযোগিতার বিষয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ভারতীয় বিমান বাহিনীকে আরও দুই থেকে তিনটি এস-৪০০ সরবরাহের বিষয়ে প্রস্তাব করতে পারে মস্কো। এই বিষয়ে দিল্লি রাজি হলে রুশ সমরাস্ত্রে নির্ভরতা বাড়বে ভারতের। যদিও গত দশক থেকে রাশিয়ার অস্ত্র আমদানি অনেকাংশ কমেছে। অন্যতম কারণ মোদির আত্মনির্ভর ভারতে জোর। এছাড়াও বর্তমান সফরে পুরনো বন্ধু রাশিয়ার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করতে পারে ভারত। বিশেষত ডোনাল্ডের ট্রাম্পের বাণিজ্য সংক্রান্ত দাদাগিরির পরিস্থিতিতে পালটা চাল দিতে পারে নয়াদিল্লি ও মস্কো। এছাড়াও দুই দেশ শক্তি উৎপাদন (বিদ্যুৎ, সৌরশক্তি) এবং উভয় দেশে কর্মসংস্থান নিয়ে আলোচনা করতে পারে।
আগেই ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, ডিসেম্বর মাসের চার এবং পাঁচ তারিখ ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এদেশে আসছেন তিনি। এই সপ্তাহের শুরুতেই ভারতের বিদেশমন্ত্রক পুতিনের সফরের কথা নিশ্চিত করে। দিল্লি এবং মস্কোর মধ্যে বার্ষিক সম্মেলনে তিনি যোগ দেবেন বলে জানা গিয়েছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক হবে তাঁর।