শুক্রে ইস্তফা দেবেন তৃণমূল থেকে নিলম্বিত হুমায়ুন, চলতি মাসেই নতুন দল ঘোষণা!
প্রতিদিন | ০৪ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার দুপুরে বহরমপুরে সভা করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই এদিন সকালে জেলার নেতারা পৌঁছেছেন সভাস্থলে। ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরও। আচমকাই ছন্দপতন। তৃণমূল সাংবাদিক বৈঠক করে হুমায়ুনকে সাসপেন্ডের কথা ঘোষণা করে। খবর পাওয়ামাত্রই সভাস্থল ছাড়লেন হুমায়ুন। তিনি সাফ জানালেন, শুক্রবার অথবা সোমবারই ইস্তফা দেবেন তিনি। চলতি মাসের ২২ তারিখ ঘোষণা করবেন নিজের দল। হুমায়ুন বুঝিয়ে দিলেন দলের কড়া পদক্ষেপের পরও নিজের অবস্থান থেকে নড়তে নারাজ তিনি।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]