• বেঁচে থাকার সম্বল বলতে ছিল দোকান, গিলল আগুন
    এই সময় | ০৪ ডিসেম্বর ২০২৫
  • এই সময়, আসানসোল: দুই নাবালক সন্তানকে নিয়ে টেনেটুনে দিন গুজরান করেন। সহায়–সম্বল বলতে ছিল খাবারের একটি দোকান। ছিল। কারণ, মঙ্গলবার গভীর রাতে আগুন লেগে সেই দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। সব হারিয়ে দুই সন্তানকে নিয়ে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন কল্যাণী কুণ্ডু। আসানসোল দক্ষিণ থানার ভগৎ সিং মোড় এলাকার ঘটনা।

    পুলিশ জানিয়েছে, রাত প্রায় বারোটা নাগাদ স্থানীয়রা ফোন করে আগুন লাগার খবর জানান। খবর দেওয়া হয় দমকলে। রাতের জিটি রোড ফাঁকা থাকায় দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু ততক্ষণে দোকান প্রায় সবটাই পুড়ে গিয়েছে। খবর পেয়ে রাতেই নিজের দোকানে পৌঁছে গিয়েছিলেন কল্যাণী। কিন্তু নিজের নিঃস্ব হয়ে যাওয়া দেখা ছাড়া তাঁর আর করার কিছু ছিল না।

    বুধবার কাকভোরে ফের তিনি যান দগ্ধ দোকানে। ধ্বংসাবশেষ সরিয়ে খুঁজতে শুরু করেন, যদি কিছু অবশিষ্ট থাকে। কিন্তু সব পুড়ে ছাই হয়ে গিয়েছে দেখে কান্নায় ভেঙে পড়েন কল্যাণী। কোনও রকমে বললেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি যাই। রাত সাড়ে ১২টা নাগাদ আগুন লাগার খবর পাই।’ তাঁর কাছ থেকে জানা গেল, প্রায় ১০ বছরের দোকান। দুই নাবালক ছেলেকে নিয়ে তাঁর সংসার। এই দোকানের আয়েই ছেলেদের লেখাপড়া–সব পরিবারের সব খরচ চলত। রাতারাতি এমন ঘটনায় কার্যত আকাশ ভেঙে পড়েছে তাঁর মাথায়। কল্যাণী কাঁদতে কাঁদতেই জানালেন, মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত বিক্রির টাকাটুকু ছাড়া তাঁর কাছে আর কিছুই নেই। পুড়ে যাওয়া দোকান কী ভাবে আবার দাঁড় করাবেন, ভেবেই কূল পাচ্ছেন না তিনি।

  • Link to this news (এই সময়)