• হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল
    আজকাল | ০৪ ডিসেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ফের তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর । তৃণমূল সূত্রের খবর, বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জন্য সাম্প্রতিক সময়ে তাঁকে লিখিতভাবে তিনবার সতর্ক করা হয়েছিল এবং শোকজ করা হয়েছিল। কিন্তু তাতেও হুমায়ুন কবীর নিজের দলবিরোধী কাজ থেকে বিরত না হওয়ায়  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুর্শিদাবাদ সফর চলাকালীন সময়ে বৃহস্পতিবার তাঁকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। 

    বৃহস্পতিবার সকালে কলকাতায় সাংবাদিক বৈঠক ডেকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম হুমায়ুনকে সাসপেন্ড করার কথা সংবাদমাধ্যমে জানান। 

    প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানা এলাকায় বাবরি মসজিদ তৈরি করবেন বলে নতুন করে বিতর্কে জড়িয়েছেন হুমায়ুন কবীর। তৃণমূল কংগ্রেস দল সরাসরি হুমায়ুন কবীরের এই পরিকল্পনা সম্পর্কে কোনও কথা না বললেও দলের শীর্ষ নেতৃত্ব যে হুমায়ুনের এই পরিকল্পনায় যথেষ্ট বিব্রত হয়েছিলেন তা বৃহস্পতিবার দলের এই সিদ্ধান্তে প্রমাণিত। 

    বুধবার বহরমপুরে সংবাদমাধ্যমের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলার সময় তাঁকে সাংবাদিকরা হুমায়ুনের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করলে মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। 

    তবে বুধবার হুমায়ুন কবীর সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি মুখ্যমন্ত্রীর সভামঞ্চে বৃহস্পতিবার উপস্থিত থাকবেন। কিন্তু মুখ্যমন্ত্রী বহরমপুরে সভা শুরু হওয়ার আগেই হুমায়ুনকে দল থেকে সাসপেন্ড করা হল।

    প্রসঙ্গত ২০১৫ সালেও দলবিরোধী মন্তব্য করার জন্য তাঁকে ছ’‌বছরের জন্য সাসপেন্ড করেছিলেন দলের তৎকালীন মহাসচিব পার্থ চ্যাটার্জি। 

    সাসপেন্ড হওয়ার পর হুমায়ুন কবীর কংগ্রেস এবং বিজেপি দলে যোগ দিয়েছিলেন। ২০২১  সালে তিনি লিখিতভাবে তৃণমূল কংগ্রেসের কাছে ক্ষমাপ্রার্থনা করে ফের একবার রাজ্যের শাসক দলে ফিরে আসেন। আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন স্মরণ করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কলকাতার মেয়ো রোডে বড় আকারে ‘‌সংহতি দিবস’‌ পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি–সহ তৃণমূলের সর্বস্তরের নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। তবে রাজ্য নেতৃত্বকে বিড়ম্বনার মধ্যে ফেলে দিয়ে হঠাৎই মাসখানেক আগে হুমায়ুন ঘোষণা করে দেন ওই ৬ ডিসেম্বর তিনি মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। 

    দলীয় সাসপেনশনের খবর পাওয়ার পর হুমায়ুন কবীর বলেন, ‘‌সংবাদমাধ্যমের কাছ থেকেই আমি এই  সাসপেনশনের খবর পেয়েছি। আমাকে দলের তরফ থেকে কেউ কিছু জানায়নি।’‌ অন্যদিকে বৃহস্পতিবার ফের একবার হুমায়ুন কবীর জানিয়েছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ হবেই এবং তাঁর নতুন রাজনৈতিক দল আগামী ২২ ডিসেম্বর আত্মপ্রকাশ করবে। 

    বৃহস্পতিবার হুমায়ুন বহরমপুর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর কর্মসূচি স্থলে এলেও তাঁকে স্টেজে উঠতে দেওয়া হয়নি। বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্ত নেওয়ার জন্যই হুমায়ুন সাসপেন্ড হয়েছেন কিনা এই প্রশ্ন করলে তিনি বলেন, ‘‌যাঁরা আমাকে সাসপেন্ড করেছেন তাঁরাই এই বিষয়ে সঠিক উত্তর দিতে পারবেন।’‌ 

    সাসপেন্ড হওয়ার পর হুমায়ুন কবীর ঘোষণা করে দিয়েছেন, রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে তাঁর প্রস্তাবিত নতুন রাজনৈতিক দল ২৯৪টি আসনের মধ্যে ১৩৫টি আসনে লড়াই করবে। তিনি বলেছেন, ‘‌যেভাবে আমাকে আজ দল থেকে সাসপেন্ড করা হয়েছে তাতে আমি অসম্মানিত হয়েছি। আগামী দিন তৃণমূল এবং আরএসএস–এর মধ্যে কী আঁতাত রয়েছে তা আমি ফাঁস করে দেব।’‌ মুর্শিদাবাদ জেলায় প্রস্তাবিত বাবরি মসজিদ নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘‌এই মসজিদ কোনও আকাশে হবে না। ৬ ডিসেম্বর সকলে জানতে পারবেন মসজিদ কোথায় হচ্ছে।’‌ 

    হুমায়ুন বৃহস্পতিবার বলেন, ‘‌যে ফিরহাদ হাকিম আমাকে সাসপেন্ড করেছেন তাঁকে আমি নেতাই মানি না। আমার নেতা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। এই দু’‌জনই আমাকে কিছু বলেননি। তাই অন্য নেতারা কী বলছেন তাঁকে আমি গুরুত্ব দিই না।’‌ 
  • Link to this news (আজকাল)