• পরপর ছুরির কোপ, খাস কলকাতায় ভয় ধরানো খুন
    আজকাল | ০৪ ডিসেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রাতের অন্ধকারে একের পর এক ছুরির কোপ। খাস কলকাতায় ব্যক্তির মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, ২৫, শশীভূষণ দে স্ট্রিটের, বছর ৪৮-এর অশোক কুমার দাসকে খুন করা হয়েছে।

    পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে তাঁকে। পুলিশের অনুমান, ২ ডিসেম্বর রাত ন'টা থেকে ১১.৫৫'র মধ্যে ঘটনা ঘটে। ময়নাতদন্ত রিপোর্টেও স্পষ্ট হয়েছে, ছুরিকাঘাতের কারণেই মৃত্যু হয়েছে  ওই ব্যক্তির, পুলিশ সূত্রে খবর তেমনটাই। ঘটনার পরে মৃতদেহের ইনকোয়েস্ট ও ময়নাতদন্ত করা হয়। অটোপসি সার্জনের রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, মৃত্যু ধারালো অস্ত্রের আঘাতেই, এবং আঘাতগুলি জীবদ্দশায় করা হয়েছে।

    সূত্রের খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো পরিবারের সদস্য বা স্থানীয় ব্যক্তি পুলিশের কাছে কোনো অভিযোগ জানায়নি। তবে ঘটনাটির প্রকৃতি বিচার করে, যেহেতু এটি একটি স্পষ্ট আমলযোগ্য অপরাধ, তাই পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মুচিপাড়া থানায় মামলা নং ১৯৬/২৫ রুজু করেছে। মামলা দায়ের হয়েছে BNS এর 103(1)/3(5) ধারায়। 

    ব্যক্তির বাড়ি থেকে তদন্তের স্বার্থে বেশকিছু জিনিসপত্র পুলিশ নিয়ে গিয়েছে। পুলিশ খুনের উদ্দেশ্য, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছেন, তদন্তে রহস্য উন্মোচনের চেষ্টা চালাচ্ছে। 

    অপর এক সূত্রের খবর, অশোকের  মৃত্যুতে, অভিযোগের তির তাঁর স্ত্রীর দিকে। 

     
  • Link to this news (আজকাল)