• আজও বিপর্যস্ত পরিষেবা, ইন্ডিগোর আধিকারিকদের জরুরি তলব ডিজিসিএ-র
    বর্তমান | ০৪ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ৪ ডিসেম্বর: পর্যাপ্ত বিমান কর্মীর অভাব ও যান্ত্রিক ত্রুটি। জোড়া ধাক্কায় বৃহস্পতিবারও সকাল থেকে মুখ থুবড়ে পড়ল ইন্ডিগোর পরিষেবা। এদিন এখনও পর্যন্ত শতাধিক উড়ান বাতিল হয়েছে অথবা দেরিতে চলছে। যার জেরে চূড়ান্ত দুর্ভোগের শিকার হাজার হাজার যাত্রী। দিল্লি, বেঙ্গালুরু, কলকাতা, মুম্বই। দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে সকাল চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি ধরা পড়েছে। এই পরিস্থিতিতে পদক্ষেপ করেছে দেশের অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রের নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। ইতিমধ্যে তলব করা হয়েছে ইন্ডিগোর আধিকারিকদের। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।ইন্ডিগোর বিশৃঙ্খলার এদিন সর্বাধিক প্রভাব পড়েছে দিল্লিতে। সকাল থেকে এখনও পর্যন্ত অন্তত ৩০টি উড়ান বাতিলের খবর পাওয়া গিয়েছে। কলকাতায় সেই সংখ্যাটা চার। তবে ২৪টি বিমানের অবতরণ ও উড়ানের ক্ষেত্রেও অনেকটাই দেরি হয়েছে। এরমধ্যে দু’টি সিঙ্গাপুর এবং কম্বোডিয়াগামী উড়ান আছে বলে বিমানবন্দর সূত্রে খবর।আর এনিয়েই যাত্রী অসন্তোষ তুঙ্গে। কোনও যাত্রী আবার বিমানবন্দর চত্বরে দাঁড়িয়েই তীব্র ক্ষোভ উগরে দিলেন। শহরে শহরে ধরা পড়েছে সেই ছবি।
  • Link to this news (বর্তমান)