• তৃণমূল থেকে সাসপেন্ড হুমায়ূন, শুনে কী বললেন ভরতপুরের বিধায়ক?
    বর্তমান | ০৪ ডিসেম্বর ২০২৫
  • কলকাতা, ৪ ডিসেম্বর: একাধিকবার সতর্ক করা হয়েছিল। দেওয়া হয়েছিল হুঁশিয়ারি। তারপরেও দল বিরোধী মন্তব্য করে যাচ্ছিলেন। এই পরিস্থিতিতে হুমায়ূন কবীরের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করল তৃণমূল। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ভরতপুরের বিধায়ককে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল রাজ্যের শাসকদল। বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানালেন বর্ষীয়ান নেতা তথা মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, একবার নয়, তিন-তিনবার হুমায়ূনকে সতর্ক করা হয়েছে। তার পরেও কাজ না হওয়ায় তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে দলের শৃঙ্খলারক্ষা কমিটি।

    এদিন মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শুরুর আগে সভাস্থলে হাজির হন হুমায়ূন। সেইসময় কলকাতা থেকে তাঁকে সাসপেন্ড করার কথা ঘোষণা করা হয়। তারপরই সভাস্থল থেকে বেরিয়ে যান ভরতপুরের বিধায়ক। এদিনের সাংবাদিক বৈঠকে ফিরহাদ বলেন, ‘তৃণমূল ধর্মনিরপেক্ষ দল। আমরা সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করিনা। বাংলার মনীষীরা সেটাই শিখিয়েছেন। ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, তাঁদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।’

    হুমায়ূনের বিরুদ্ধে কি কোনও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে? এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ফিরহাদ বলেন, ‘আইন আইনের পথে চলবে। প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে।’ তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর হুমায়ূন বলেন, ‘আগামী ২২ ডিসেম্বর নতুন দল তৈরি করে এর জবাব দেব।’
  • Link to this news (বর্তমান)